দোহা: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ কোরিয়া (South Africa) ও ঘানা (Ghana)। কিছুটা এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নামবে এশিয়ার দেশটি। উরুগুয়ের মত শক্তিশালী দেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে মাঠ ছেড়েছেন সন হিউং মিনরা। অন্যদিকে পর্তুগালের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে হেরে মাঠ ছাড়তে হয়েছে ঘানাকে। ফলে এই ম্যাচ যদি দক্ষিণ কোরিয়া যেতে তবে নক আউট পর্বে যাওয়ার ব্যাপারে কিছুটা এগিয়ে যাবে তারা। ঘানা এই ম্যাচ জিতলে তিন পয়েন্ট পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া জিতলে মোট ৪ পয়েন্ট হবে তাদের।
২০১০ সালের বিশ্বকাপে শেষবার নক আউট পর্বে সুযোগ পেয়েছিল দক্ষিণ কোরিয়া। দলের অন্যতম তারকা ফুটবলার সন হিউং মিন। উরুগুয়ের বিরুদ্ধে মাস্ক পরে খেলতে দেখা গিয়েছে তাঁকে। আজকের ম্যাচেও নজর থাকবে সনের দিকে। ২০০২ সালে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আসরে সেমিফাইনালে পৌঁছেছিল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ঘানা আফ্রিকার তৃতীয় দেশ যারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।
স্পেন-জার্মানি ডুয়েল যেভাবে এগোল, তাতে যেন ফুটবল মাঠে দাবার এক লড়াই চাক্ষুষ করলেন বিশ্ববাসী। প্রথম পর্বে যে খেলায় জোরাল ছিল লুই এনরিকের দলের দাপট। পরে খেলার দাপট ধরেন জার্মানরা। আপাতত গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যাদেরকে ৭ গোলে বিধ্বস্ত করে অভিযান শুরু করেছিল স্পেন। ছন্দে ফেরা জার্মানরা কোস্টারিকাকে হারিয়ে নকআউটের অঙ্কে থাকবে বলেই প্রত্যাশা ফুটবল ভক্তদের। তবে তাদের রাউন্ড অফ ১৬-এ যাওয়া হবে কি না, তা নির্ভর করবে স্পেন-জাপান ম্যাচের ওপর। প্রসঙ্গত, জার্মানিকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। কিন্ত তারা হেরেছে কোস্টা রিকার কাছে।
আরও পড়ুন: বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামছে ক্যামেরুন, সার্বিয়া