সুনীত হালদার, হাওড়া: মেরেকেটে দশ মিনিট দেরি হয়েছিল স্কুলে পৌঁছতে। তার জেরে পরীক্ষায় বসা হল না এক পড়ুয়ার। বৃহস্পতিবার সিবিএসই বোর্ডের দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ছিল। আলমপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পরীক্ষা কেন্দ্রে দেরি করে পৌঁছয় বলে অভিযোগ। তার জেরে পরীক্ষায় বসা হয়নি তার। এই ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। অভিভাবকরা মিলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ


হাওড়ার (Howrah News) আলমপুরে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঘটনা। সিবিএসই (CBSE Board Exam)  বোর্ডের দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার সিট পড়ে সেখানে। অতিক নাগ নামের বিশেষ ভাবে সক্ষম এক পরীক্ষার্থী দশ মিনিট দেরিতে মায়ের সঙ্গে স্কুলে পৌঁছয় বলে অভিযোগ। ওই পরীক্ষার্থীর মা মমতা নাগ জানিয়েছেন রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়া এবং ট্রাফিক জ্যামের কারণে স্কুলে পৌঁছতে তাঁদের ১০ মিনিট দেরি হয়।


সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, অ্যাডমিট কার্ডে ১০টার মধ্যে পরীক্ষার্থীদের স্কুলে ঢোকার কথা বলা হয়েছে। এই যুক্তিতে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রকে স্কুলে ঢোকার এবং পরীক্ষায় বসার অনুমতি দেননি বলে অভিযোগ। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পরেও ওই ছাত্রটিকে স্কুলে ঢুকতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।


আরও পড়ুন: Calcutta High Court: বেতন পাননি ২৫ বছর, সুদ-সহ মেটানোর নির্দেশ কোর্টের, ৩৬ বছরের লড়াই শেষে আনন্দাশ্রু শিক্ষিকার


এর প্রতিবাদে অন্যান্য তারা সকলে মিলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। ১০ মিনিট অবরোধের পর অবরোধকারীদের পুলিশ আশ্বাস দেয় ওই ছাত্রকে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হবে। অভিভাবকরা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার স্কুলের প্রিন্সিপালের কাছে ওই ছাত্রের পরীক্ষার বসার অনুমতি চাওয়া হলেও স্কুল কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় বসার অনুমতি দেননি।


ওই ছাত্রের মা স্বীকার করেছেন তিনি ১০ মিনিট দেরিতে স্কুলে পৌঁছন। সে কথা স্কুলকে আগেই জানানো হয়েছিল বলেও জানান। তাঁর দাবি, তাঁরা যখন স্কুলে পৌঁছন তখনও পরীক্ষা শুরু হয়নি। তাই মানবিকতার খাতিরে ওই ছাত্রটিকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া উচিত ছিল বলে।


বোর্ডের উপর সিদ্ধান্ত ছেড়েছেন অধ্যক্ষা


অন্য অভিভাবকরাও একই সুরে বলেন, "ছাত্রটি স্পেশাল চাইল্ড। আর এটা বোর্ডের পরীক্ষা। যেহেতু পরীক্ষা শুরু হয়নি তাই ছাত্রটিকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের।" এ দিকে স্কুলের অধ্যক্ষা বিজয়লক্ষ্মী কুমার জানিয়েছেন, সিবিএসই-র নিয়ম অনুযায়ী, সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১০টার মধ্যে সব পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথা। অ্যাডমিট কার্ডেও তা বলা রয়েছে। ওই ছাত্র দেরিতে আসায় তাকে অনুমতি দেওয়া হয়নি। এর সঙ্গে মানবিকতার কোনও সম্পর্ক নেই।  বোর্ড চাইলে এ ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে বলে জানিয়েছেন তিনি।