কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আবার দুর্ঘটনা। ঘটনাস্থল সেই বর্ধমান স্টেশন! গত মাসেই প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর এবার বর্ধমান রেল স্টেশনে  আর এম এস  (RMS)  অফিসের ইন্সপেক্টর রুমের ছাদ থেকে খসে পড়ল চাঙড়। যদিও এই সময় ঘরে কেউ না থাকায় বরাত জোরে রক্ষা পেয়েছেন রেলকর্মীরা।


আর এম এস ( Railway Mobile System ) - এর বর্ধমান ইনস্পেকটর পৌলমি বসু জানান , সোমবার সকাল ১০ টার সময় অফিস খুলে দেখেন ছাদের চাঙড় ভেঙে পড়ে আছে।ছাদের ওই অংশটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। এদিন ঘরে কেউ ছিল না, যখন সেটি ভেঙে পরে। এই সময় ঘরে বসে কাজ করলে বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। বিষয়টি বারবার রেলকে জানিয়েও কোনও রকম সুরাহা হয়নি, বলে দাবি পৌলমি বসুর। 


আর এম এস অফিস সুত্রে খবর, এদিন ঘটনার পরে রেলের ইঞ্জিনিয়াররা সমস্ত দিক খতিয়ে দেখে ঘরটি খালি করার নির্দেশ দেন। বর্ধমান স্টেশনে একের পর দুর্ঘটনা, মৃত্যু নিয়ে সরব হয়েছেন নিত্যযাত্রী থেকে রেল কর্মীদের একাংশ। নিত্যযাত্রীদের তরফে জানানো হয়েছে, রেল সাধারণ যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করছে। শুধু তাই নয় দুর্ঘটনার জন্য রেলের রক্ষাবেক্ষণের অভাবকেই দায়ী করেছেন তাঁরা।


এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির দোষ ঠেলাঠেলি। তৃণমূলের রাজ্য মুখ্যপাত্র প্রসেনজিৎ দাস জানান, রেলকে কাজে লাগিয়ে চমকের রাজনীতিতে ব্যস্ত বিজেপি।কেবল উদ্বোধনের নাম করে রঙ চাপানো হচ্ছে বাতিল হওয়া বগিতে। যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়ন না করে কেবল আইওয়াশ চলছে।


এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'মেরামতির কাজ করা হচ্ছে। ওই বিল্ডিং এর উপরের ছাদে যে সমস্ত ভারি মালপত্র আছে সেগুলি সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।' 


উল্লেখ্য,শুধু স্টেশন বা স্টেশন চত্বরে দুর্ঘটনা নয় সাম্প্রতিক সময়ে হাওড়া নিউজলপাইগুড়ি  বন্দে ভারত এক্সপ্রেস কামরার সিড়ির সঙ্গে প্লাটফর্মে ধাক্কা লাগার মতো ঘটনা এবং ১৩০১১ আপ হাওড়া মালদা ইন্টারসিটির ইঞ্জিন বিকল হওয়ার ঘটনাও সামনে এসেছে এবং দুটি ক্ষেত্রেই দীর্ঘক্ষণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।   


শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনে দুর্ঘটনা নতুন কিছু নয়।  ২০২০ সালের ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু হয়েছিল। এরপর গত ডিসেম্বরেই  প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়  এক মহিলা সহ ৩ জনের। জখম হন অন্তত ৩৪ জন। 


আরও পড়ুন   :


'ফিরেই যাচ্ছি, আর কিছু করার ছিল না', উত্তরকাশীর পথে সুড়ঙ্গকাণ্ডে উদ্ধার হওয়া মানিক