কলকাতা: দু’ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে (Red Road) উদ্‍যাপন করা হয় স্বাধীনতা দিবস (Independence Day)। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানেই আদিবাসী নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।               


আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে সেই সময় যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও। গানের প্রতিটি ছন্দে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা। আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মঞ্চ থেকে সোজা রাস্তায় নেমে এসে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন তিনি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বেশ কিছুক্ষণ নাচের ছন্দে পা মিলিয়ে ফের মঞ্চে ফিরে যান তিনি।                                                                         



আরও পড়ুন, স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের পঞ্চ সংকল্প, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’; এক নজরে মোদির বার্তা


নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছিল। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কুচকাওয়াজের নিরাপত্তার দায়িত্বে ১২০০ পুলিশ কর্মী। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শপিং মল, মেট্রো স্টেশনে বাড়ানো হয়েছে নজরদারি। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি।           


স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টিও করা হয়। দু-বছর পর রেড রোডের দর্শকাসনে ছিল অগুণিত মানুষ। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।                        


 স্বাধীনতা দিবসের (Independence Day 2022) সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি টুইটে লিখেছেন, স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।