নয়া দিল্লিঃ স্বাধীনতা দিবসের (Independence Day 2022) বক্তব্যে পরিবারতন্ত্র-স্বজনপোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। আজ 'ভাতিজাবাদ', পরিবারবাদ', নিয়ে নাম না করে তীব্র আক্রমণ করলেন মোদি।


এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, 'সুযোগ অনেক আছে। মর্যাদাও অনেক আছে। আছে মুশকিলও। অনেক কিছুই আছে, তবুও চেষ্টা চলছে। অনেক কিছু নিয়েই বলার থাকে। তবে, এই সময়ে দাঁড়িয়ে, আজকে আমি দুটি বিষয় এখানে আজ বলব। একটি হল দুর্নীতি। অপরটি 'ভাতিজাবাদ', পরিবারবাদ।' প্রধানমন্ত্রী এরপরেই বলেন, ভারতের মতো লোকতন্ত্রে, মানুষ দারিদ্রের সঙ্গে লড়াই করছে।একদিকে কিছু মানুষ আছেন, যাদের কাছে বাসস্থানটুকু নেই। আবার অন্য দিকে এমন লোক আছেন , যাদের চুরি করা দ্রব্য রাখার জায়গা নেই।' স্থিতি ঠিক নেই বলে জানিয়েছেন এদিন প্রধানমন্ত্রী। তাই এজন্য দু'র্নীতির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে লড়তে হবে', বলে জানান প্রধানমন্ত্রী।উল্লেখ্য, তবে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগেও মোদির মুখে শোনা গিয়েছিল 'পরিবারতন্ত্র' নিয়ে কিছু কথা। যদিও তখন প্রেক্ষাপটটা ছিল পুরোপুরি আলাদা।


আরও পড়ুন, স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা মমতার


প্রসঙ্গত, বাইশ সালে দাঁড়িয়ে ঘটে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে দু-দুটি বড় ঘটনা বাংলার বুকে। এক এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। যেখানে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল নগত টাকা, সোনা উদ্ধার হয়েছে। দ্বিতীয় ঘটনাটি হল গরুপাচার পাচার মামলায় বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতার। দুজনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,' অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক', বলেছেন মুখমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় কারো সাপোর্ট না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তবে এই দুইয়ের পাশাপাশি সবথেকে বড় যে ইস্যু রয়েছে, সেটি হল কয়লা পাচার মামলা। যেখানে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেই 'পিসি-ভাইপো'-র সম্পর্কের ইস্যুতেই ফের নাম না করে নিশানা এল ধেয়ে, নরেন্দ্র মোদির থেকে, দেশ স্বাধীনের দিনেই।


আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেকের প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইলে ইতিমধ্যেই তেরঙ্গা ছবি আপলোড করেছেন গেরুয়া শিবিরের নেতারা।