OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা ভারতে তাদের নতুন ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। এবার লঞ্চ হবে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের ফোন (OnePlus Nord Series)। এর আগে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ফোন। এবার তারই সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। আগামী ৪ এপ্রিল এই ফোন দেশে লঞ্চ হবে। এই ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও থাকবে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে থাকতে পারে ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব ট্যুইটারে জানিয়েছেন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ২১,৯৯৯ টাকায়। এটি বেস মডেলের দাম হিসেবে ধার্য হতে পারে। যদিও কোন কোন ভ্যারিয়েন্টে ওয়ানপ্লাসের নতুন ফোন ভারতে আসছে তা জানা যায়নি। সূত্রের খবর, এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে- এই দুই রঙে। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড OxygenOS 13 out-of-the-box এর সাহায্যে। এই ফোনে একটি এলসিডি ডিসপ্লে থাকতে পারে। 

  • এছাড়াও থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত হতে পারে। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ৫জি ফোনে ব্লুটুথ ৫.১ সাপোর্ট থাকতে পারে।


Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন টেকনো স্পার্ক ১০ ৫জি (Tecno SPark 10 5G)। মেটা ব্ল্যাক, মেটা ব্লু এবং মেটা হোয়াইট রঙে লঞ্চ হয়েছে এই ফোনে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ১০ ৫জি ফোন। এই ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- টেকনো স্পার্ক ১০ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ফোনে?