কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগের প্রেক্ষিতে নবান্নকে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার (Central Government)। বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে, অভিযোগ করে সম্প্রতি কেন্দ্রে চিঠি লেখেন রাজ্যের বিরোধি দলনেতা। চিঠিতে,  বিরোধী দলনেতার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে মুখ্যসচিবকে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, এ বিষয়ে মুখ্যসচিবের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 


দিল্লি হোক বা বাংলা। শাসকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ বারবার তুলছে বিরোধীরা। একই অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে কেন্দ্রকে নালিশ জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে এবার নবান্নকে চিঠি দিয়ে এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বিরোধী দলনেতার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে মোদি সরকারের পাঠানো চিঠিতে।


শুভেন্দুর অভিযোগে তৎপর কেন্দ্র, নবান্নকে চিঠি দিয়ে রিপোর্ট তলব। তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর ভাই ও কাঁথির প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তুভ বাগচী কিংবা সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান! সাম্প্রতিক অতীতে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করেছে পুলিশ। গভীর রাতে বাড়িতে পুলিশ গিয়ে গ্রেফতার করেছে কৌস্তভকে। তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে রাজ্য-রাজনীতিতে প্রশ্ন উঠেছে পুলিশের অতিসক্রিয়তা নিয়েও এমনকি, বিরোধী দলনেতা, তাঁর বিরুদ্ধে হওয়া পুলিশি মামলার পরিসংখ্যান দিয়ে বই পর্যন্ত প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারীর  চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যেভাবে নবান্নের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল, তা নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি।


উল্লেখ্য, এর আগে নিয়োগ-দুর্নীতিতে  ( Recruitment Scam ) শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) নাম জড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ ( Kunal Ghosh )। '১৫০ জনকে বেআইনি ভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু' দাবি তৃণমূল মুখপাত্রের। 


কুণাল ঘোষের দাবি, 'আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছে তাঁদের ৫৫ জনের নাম। অবিলম্বে শুভেন্দু সহ এই ৫৫ জনকে তদন্তের আওতায় আনতে হবে' । তালিকা প্রকাশ করে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও। 


আরও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! আরও চাঞ্চল্যকর তথ্য আনল ED

সামনে পঞ্চায়েতের যুদ্ধ! তার আগে তেতে উঠছে বঙ্গভূমি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসকদল কার্যত জেরবার। একের পর এক শাসক দলের নেতা , জন প্রতিনিধি ধরা পড়ছেন কেন্দ্রীয় এজেন্সির জালে।  এই পরিস্থিতিতে কার্যত উঠতে বসতে শাসক দলকে দুর্নীতি ইস্যুতে বিঁধছে বিজেপি। পাল্টা উত্তর দিতে ছাড়ছে না বিজেপিও । একদিকে যখন তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে, তখন তৃণমূলের অভিযোগ এজেন্সির হাত থেকে বাঁচতেই গেরুয়া শিবিরে নাম লিখিয়ে পার পেয়েছেন শুভেন্দু। এই আবহে কুণাল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। বললেন, আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছেন যাঁরা , তাঁদের ৫৫ কে শুভেন্দুই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। '