বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ (West Bengal)।  বাংলার করোনা পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry Of Health) আজ জানিয়েছে, ‘পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা’। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫, ৬জনের মৃত্যু। চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে এখন শীর্ষে বাংলা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।  


এই প্রেক্ষাপটে করোনা পরিস্থিতি নিয়ে কাল বিকেল সাড়ে ৪টেয় প্রধানমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই জানান হয়েছে। এদিকে, কেন্দ্রের তরফে এদিন বলা হয়েছে, ‘৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। বাংলায় এখনও পর্যন্ত ১ লক্ষ পার করোনা আক্রান্ত। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত’। 



দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের দোরগোড়ায়।  গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬ হাজারের বেশি। গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হল মৃত্যুর সংখ্যা। দৈনিক পজিটিভিটি রেট ১১ দশমিক ৫ শতাংশ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। যা গত সাত মাসে সর্বাধিক।   গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৬৩। 


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৭।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫১০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে।  বুধবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা  ৪ হাজার ৮৬৮।