Ration: পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাড়ল বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ

Center Ration Plan: করোনার কারণে ২০২০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র। সেই মেয়াদ আরও ৩ মাস বিনামূল্যে রেশনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার।

Continues below advertisement

কলকাতা: পুজোর (Durga Pujo) আগে রেশন (Ration) নিয়ে নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্র। আরও ৩ মাস মিলবে বিনামূল্যে কেন্দ্রের রেশন, এমনটাই জানান হয়েছে। বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের তরফে। করোনার (Corona) কারণে ২০২০ এর নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র। সেই মেয়াদ আরও ৩ মাস বিনামূল্যে রেশনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এর আগে বাজেট প্রস্তাবের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছিলেন এর ফলে উপকৃত হয়েছেন দেশের ৮০ কোটি মানুষ।                                                                                    

Continues below advertisement

যদিও এর আগে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগের পাশাপাশি, লকডাউনের সময় রেশনের চাল, গম বণ্টনে দুর্নীতির অভিযোগে একাধিক জেলায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। সেই প্রসঙ্গেও নাম না করে বিরোধীদের কাঠগড়ায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, এই আবহেই রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। আদালতের জানাল, রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। বাংলার সরকারের এই প্রকল্প দেশের 'জাতীয় খাদ্য সুরক্ষা আইন'-এরও পরিপন্থী বলে মত আদালতের।

আরও পড়ুন, রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী, মন্তব্য কলকাতা হাইকোর্টের

বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়ার রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে রেশন'-এর বিরোধিতা করে রেশন ডিলাররা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতে এ দিন আদালত জানায়, 'দুয়ারে রেশন' প্রকল্প 'জাতীয় খাদ্য সুরক্ষা আইন - ২০১৩'-র পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। কোনও কার্যকারিতাও নেই এই প্রকল্পের।

মামলার শুনানিতে বুধবার এই মন্তব্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, দুয়ারে রেশন প্রকল্পকে আইনের পরিপন্থী বলেই বিষয়টিকে সীমাবদ্ধ রেখেছেন বিচারপতিরা। তবে তাদের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।                  

 
Continues below advertisement
Sponsored Links by Taboola