আবির দত্ত, রুমা পাল, কৌশিক গাঁতাইত, কলকাতা: উপনির্বাচনের জন্য রাজ্যে এসে এরিয়া ডমিনেশন এবং রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। আপাতত বালিগঞ্জ ৭ ও আসানসোলে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে ঝড়ে তুলেছে সব পক্ষ। 


১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্র উপ নির্বাচন। তার ২ সপ্তাহ আগে রাজ্যে চলে এল কেন্দ্রীয় বাহিনী। আপাতত বালিগঞ্জ ৭ ও আসানসোলে ১২ কোম্পানি এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে এরিয়া ডমিনেশন ও রুট মার্চ। বালিগঞ্জে ভোটের আগে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী।


সব মিলিয়ে বালিগঞ্জ বিধানসভায় ১৭ ও আসানসোলে থাকবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার আসানসোল লোকসভার কুলটির, রানিগঞ্জ বিধানসভা এলাকায় রুট মার্চ করেন জওয়ানরা। 


বাহিনীর তৎপরতার মধ্যেই, আসানসোলে ভোট প্রচারে ব্যস্ত দলগুলি। সভা বা মিছিল নয়, আসানসোল দখলে কর্মিসভায় গুরুত্ব দিয়েছে তৃণমূল। অন্যদিকে ছোট ছোট সভা থেকে চলছে বিজেপির প্রচার। অনুব্রত মণ্ডলের কথায়, দু’বার হারতে পারি, এবার আমরা আসানসোলে আড়াই লক্ষ ভোটে জিতব, শত্রুঘ্ন সিন্হাকে জেতাব।


বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলছেন, আমরা আসানসোলে জিতবে। ৮০ হাজার থেকে ১ লক্ষ ভোটে জিতবেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার রানিগঞ্জ বাজারে প্রচার করেন সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।


আগের লোকসভা ভোটে এলাকায় ছড়িয়েছিল উত্তেজনা। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় তার জন্য গতকাল থেকেই শুরু হয়ে গেছে তৎপরতা। ১২ এপ্রিল আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে অশান্তি রুখতে সোমবার রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী (Central Force) ও রাজ্য পুলিশ। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায় ও রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্ডাল এলাকায় রুটমার্চ করা হয় গতকাল। নেতৃত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত ও এসিপি তহিদ আনোয়ার ।


আগের লোকসভা নির্বাচনে এই এলাকায় ভোট কেন্দ্রের ভেতর উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। এবার উপ-নির্বাচনে যাতে সেই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। গোটা এলাকা জুড়ে রুট মার্চের সাথে সাথে কথা বলা হয় জনগণের সঙ্গেও।


শেষ চৈত্রের গরম যেন আরও বাড়ছে আসানসোল লোকসভা উপ নির্বাচনকে ঘিরে। বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে দেওয়ায়, ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে উপনির্বাচনে লড়াই এবার চতুর্মুখী। এই উপলক্ষে চলছে জমজমাট প্রচার। রবিবার তার এক ঝলক দেখা যায়। বারাবনিতে রোড শো করেন বামপ্রার্থী পার্থ মুখোপাধ্যায়।


কুলটির নিয়ামতপুরে হেঁটে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি। জামুড়িয়ার গোবিন্দনগরে গুরুদ্বারে প্রণাম সেরে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরপর নিঘা-তে রোড শো করেন তিনি। এদিকে রবিবার আসানসোলে আসার পর থেকে, কোনও প্রচার বা সভা নয়, কর্মিসভায় ব্যস্ত বলিউড তারকা শত্রুঘ্ন সিন্হা। তৃণমূল প্রার্থীর সঙ্গে সর্বক্ষণ থাকছেন তাঁর স্ত্রী। কলকাতা ও চার পুরনিগমের ভোটের পর, শতাধিক পুরসভার ভোট হয় রাজ্য পুলিশে। এবার দুই উপনির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে।