মুম্বই: পুণেতে দ্বিতীয় টেস্টে নিউজ়িল্যান্ডের (India vs NZ) স্পিনারদের সামনে হোঁচট খেয়েছিল ভারতীয় ব্যাটিং। কিউয়ি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে খেলতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। তিনি একাই নেন ১৩ উইকেট। ভারত টেস্ট ম্যাচ হারে।


মুম্বইয়ে তৃতীয় টেস্টেও ঘূর্ণিঝড়। প্রথম দিনই দাপট দেখালেন স্পিনাররা। মাত্র ২৩৫ রানে শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস। টম ল্যাথামদের প্রথম ইনিংসের দশ উইকেটের মধ্যে ৯টিই নিলেন স্পিনাররা। ৫ উইকেট রবীন্দ্র জাডেজার। ৪ শিকার ওয়াশিংটন সুন্দরের। যিনি দ্বিতীয় টেস্টেও বল হাতে নজর কেড়েছিলেন। ৬৫ রানে পাঁচ উইকেট নিলেন জাডেজা। এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন জাডেজা। এটাই তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং।


সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। বেঙ্গালুরু ও পুণে - পরপর দুই টেস্টে জিতেছে নিউজ়িল্যান্ড। ভারতের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছেন কিউয়িরা। মুম্বইয়ের ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষার। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের কথা ধরলে এই টেস্টের গুরুত্ব অপরিসীম। কারণ, বাকি ৬ টেস্টের মধ্যে ৪টি জিততে হবে ভারতকে। যার প্রথমটি ওয়াংখেড়েতে। সেই ম্যাচ জিততে মরিয়া ভারতীয় শিবির।


নিউজ়িল্যান্ডকে ঘূর্ণি পিচেই ফেলেছে ভারত। যদিও নিউজ়িল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা ধাক্কা খায় ভারতের পরিকল্পনা। শুরুতেই ডেভন কনওয়েকে ফিরিয়ে কিউয়ি শিবিরে ধাক্কা দেন বাংলার পেসার আকাশ দীপ। তারপর থেকে শুরু স্পিন ভেল্কি। 


নিউজ়িল্যান্ডের বাকি ৯ উইকেট তুলে নেন স্পিনাররা। ৫ উইকেট জাডেজার। চার উইকেট সুন্দরের। কুলদীপ যাদবকে বসিয়ে যাঁকে সুযোগ দেওয়া হয়েছে একাদশে।


 






নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করেন উইলস ইয়ং (৭১ রান) ও ডারিল মিচেল (৮২ রান)। ৬৫.৪ ওভারে ২৩৫ রানে অল আউট হয়ে যায় নিউজ়িল্যান্ড।       


আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।