করুণাময় সিংহ, মালদা: ভারতের জয়ের পর বাজি-পটকা ফাটাতে গিয়ে বিপত্তি। রাতে মালদার ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। ৩টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি-পটকা ফাটানোর সময় ফুলকি থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের। 

দুবাইতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আইসিসি চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত ব্রিগেডের জয়। বাজি ফাটিয়ে আনন্দ উল্লাস ক্রীড়া প্রেমীদের। আর এই বাজির আগুনেই আগুন লেগেছে হকার্স মার্কেটে। মালদার ইংলিশ বাজার পৌরসভার ফোয়ারা মোড় এলাকার ঘটনা। 

স্থানীয় সূত্রে খবর, দুবাইয়ের ময়দানে নিউজিল্যান্ডকে বধ করতেই গোটা দেশের সাথে মালদাতেও বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতেন ক্রীড়াপ্রেমীরা। মালদা শহরের ফোয়ারা মোড়ে রাতভর ফাটানো হয় অসংখ্য বাজি। আর সেই আগুন থেকেই এই অগ্নিকাণ্ড বলে জানা গেছে। তবে যদিও সঠিক সময়ে দমকল আসায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। জানা গেছে দুই থেকে তিনটি দোকানে আগুন লাগে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলেই খবর। 

উল্লেখ্য, দুবাইতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আইসিসি চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত ব্রিগেডের জয়। ২৫ বছর পরে রোহিতের ব্যাটে বদলা। ৭ উইকেটে ২৫১ রান নিউজিল্যান্ডের। ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ী টিম ইন্ডিয়া। এই জয় অবশ্য ভারতের জন্য সহজ ছিল না। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টেনার। শুরুটা খুব একটা খারাপ হয়নি কিউয়িদের। কিন্তু মিডল অর্ডারে ধস নামে। চার নম্বরে নামতে আসা ড্যারেল মিচেল ১০১ বলে ৬৩ রান তুলে দলকে লড়াইয়ের জায়গায় ফেরান। এছাড়া ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন ব্রেসওয়েলও। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে থামে নিউজিল্যান্ডের দৌড়। ভারতের বরুণ চক্রবর্তী ও কূলদীপ যাদব দু’টি করে উইকেট নিয়েছেন। এছাড়া সামি ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।   

২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তোলে রোহিত শর্মা ও শুভমান গিল জুটি। শুভমান ৩১ রানে আউট হয়ে যাওয়ার পরে নামেন বিরাট। কিন্তু ভক্তদের হতাশ করে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তখন দলের রান ১০৬। তার ঠিক কিছুক্ষণ পরে ৭৬ রান করে আউট হন অধিনায়ক। স্কোর বোর্ডে তখন ১২২। এর পরে ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। শ্রেয়স ৬২ বলে ৪৮ রান করেন। এক ওভার বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে জয় পকেটে পুরে নেয় ভারত। পায় চ্যাম্পিয়নের তকমাও।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে