কলকাতা: রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একজনও প্রতিনিধি না পাঠানোর জন্য তীব্র সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মুখে পড়েছে। ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই-এর সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পরিচালক রজার টোয়েস মঞ্চে উপস্থিত থাকলেও আয়োজক দেশ হিসেবে অনুপস্থিত ছিল পাকিস্তান।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে না। শেষ পর্যন্ত ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। প্রশ্ন উঠছে আয়োজক দেশ পাকিস্তান হলেও ফাইনাল ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হল বলে অনুপস্থিত পাকিস্তান।
এও প্রশ্ন উঠছে ভারত ফাইনালে উঠেছে এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতায় উপস্থিত থাকেনি পিসিবি-র কোনও কর্তারা? পিসিবির প্রধান অপারেটিং অফিসার সুমাইর আহমেদ, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টরও ছিলেন, দুবাইতে ছিলেন কিন্তু মঞ্চে আমন্ত্রিত ছিলেন না, এমনটাই সূত্রের খবর।
এমনকী প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' সোশাল মিডিয়ায় বলেছেন, 'ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল। কিন্তু, আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত নেই। পাকিস্তানই তো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে। এর পিছনে কী যুক্তি রয়েছে, সেটা আমি জানি না।'।
শোয়েব আখতারের প্রশ্ন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক কেন ছিল না? এটা আমি বুঝতে পারছি না। দয়া করে, এই ব্যাপারে অবশ্যই ভাবনাচিন্তা করবেন। এটা বিশ্ব ক্রিকেটের একটা মঞ্চ। সেকারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের উপস্থিতি একান্ত কাম্য ছিল। আমি তো পিসিবি-র কোনও আধিকারিককে দেখতে পাইনি।'
প্রসঙ্গত, পাকিস্তান ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। যাদের কাছে ২০১৭ সালের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এবার পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টে উড়ল ভারতের তেরঙ্গা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে