কলকাতা: ইতিহাসের দোরগোড়ায় ভারত। আর মাত্র কয়েক ঘণ্টা। আজ সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Landing)। ইসরোর মিশন চন্দ্রযান ৩-কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আজকে, আপনাদের সকলের পক্ষ থেকে, বাংলার মানুষের পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে, ইসরোর সকল বিজ্ঞানীদের আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি, এবার তাঁরা সফল হবেন। অবশ্যই এই কৃতিত্ব ভারত এবং দেশের বিজ্ঞানীদের। আমি অভিনন্দন জানাই টিম ইন্ডিয়া, ইসরো ইন্ডিয়া এবং সকল বিজ্ঞানী ও টিমকে। চলুন এবার ,আমাদের নিজের মতো করে উদযাপন করা যাক।'
বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ
উল্লেখ্য, চাঁদের মাটির উপর থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে নামবে ল্যান্ডার। শেষ মুহর্তে বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জ দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় চন্দ্রযানকে সফট ল্যান্ডিং করানো। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি।
চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত
আর মাত্র কিছুক্ষণ, চাঁদের মাটিতে পা রাখার অপেক্ষায় ভারত। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় নামবে 'বিক্রম'। ইতিহাসের দোরগোড়ায় ভারত, চাঁদের বুকে পা দেওয়া সময়ের অপেক্ষা। কয়েকটি ধাপে গতি কমিয়ে চাঁদের বুকে নামতে চলেছে ল্যান্ডার 'বিক্রম'। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের লাইভ অবতরণ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি।
ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ প্রক্রিয়া
আজ ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ প্রক্রিয়া। চাঁদের মাটিতে ৩০ কিলোমিটার ওপর থেকে নামবে বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার ওপরে যখন ল্যান্ডার পৌঁছবে, তখন তার সমান্তরাল গতিবেগ হবে ৩৫৮ মিটার প্রতি সেকেন্ড। সেই সময় বিক্রমের ওপর থেকে নীচে নামার গতিবেগ থাকবে ৬১ মিটার প্রতি সেকেন্ডের কম।
আরও পড়ুন, 'চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব', মন্তব্য মদন মিত্রের
সফট ল্যান্ডিং
এরপর চাঁদের মাটি থেকে ৬.৮ কিলোমিটার উঁচুতে যখন চন্দ্রযান থাকবে, তখন সমান্তরাল গতিবেগ কমে হবে ৩৩৬ মিটার প্রতি সেকেন্ড। ওপর থেকে নীচে নামার গতিবেগ বদলে হবে সেকেন্ডে ৫৯ মিটারের কম। এরপরে চাঁদের মাটি থেকে ১৩০০ মিটার ওপরে যখন পৌঁছবে বিক্রম, তখন সমান্তরাল এবং উল্লম্ব গতিবেগ দুইই এসে পৌঁছবে শূন্যে। এরপর সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান তিন।