সঞ্চয়ন মিত্র, কলকাতা : নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বেড়েই চলেছে। মুরগির মাংস ( Chicken ) ও মুরগির ডিম (Egg ) হল আরও মহার্ঘ্য। ফলে আরও চিন্তায় আম আদমি। অন্যদিকে বেশ বেড়েছে সবজির দামও। সব মিলিয়ে বর্ষার শুরুতেই ছ্যাঁকা দিচ্ছে বাজার দর।
শুক্রবার কলকাতার (Kolkata Market) খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি প্রতি দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
- ২৬০ থেকে ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটা মুরগির মাংস।
- ডিমের দামও সাড়ে ৬ টাকা ছুঁয়েছে।
- গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে।
দামের জন্য ন’মাসে ছ-মাসে মধ্যবিত্তর পাতে পড়ে পাঁঠার মাংস (Mutton) । তবে, মুরগীর মাংসের দামও যেভাবে, লাফিয়ে বাড়ছে, তাতে টান পড়েছে সাধারণের পকেটে।
বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় এতটা চড়া দর। কলকাতার পাইকারি বাজারেও আজ গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে। দেশে জ্বালানির দাম ভয়ঙ্কর। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় পাইকারি বাজারে মুরগির দামও উত্তুঙ্গ। সবজিরও চড়া দাম। এই পরিস্থিতিতে ক্রেতাদের একটাই প্রশ্ন, দাম কমবে কবে? কবে একটু স্বস্তি দেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম?
আজকের শিরোনাম ( দুপুর সাড়ে ১২ টা )
সঙ্গে আছেন শিবসেনার ৪০ বিধায়ক, নির্দলদের ১২ জন মিলিয়ে মোট ৫২ বিধায়ক। এবিপি আনন্দে প্রতিক্রিয়া একনাথ শিণ্ডের।
সুরাত থেকে গুয়াহাটি রওনা শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডের। সন্দেহ বাড়িয়ে আরেক শিবসেনা বিধায়ক ভাস্কর যাদবের মোবাইল স্যুইচড অফ।
মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৬ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।
দলের উপর দাপট কমছে উদ্ধবের? ঠানে, রায়গড়ে বাল ঠাকরের ছবির সঙ্গে নেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বদলে হাজির শিণ্ডে। রণকৌশল ঠিক করতে আজ বৈঠক উদ্ধবের।
আজ প্রার্থী দ্রৌপদীর মনোনয়ন। পৌঁছলেন সংসদে। শক্তি প্রদর্শন এনডিএ-র। হাজির প্রধানমন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অনুষ্ঠানে জগনমোহনও।
অগ্নিপথ বিক্ষোভের মধ্যেই আজ বায়ুসেনায় শুরু নিয়োগ প্রক্রিয়া। দেশজুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা করবে বিক্ষোভ। কড়া নিরাপত্তা জারি।
কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ২৭০ টাকা ছুঁল মুরগির মাংসের দাম। সাড়ে ৬ টাকা হল ডিমের দাম। জোগান কম, তাই বাড়ছে দাম, সাফাই বিক্রেতাদের