কলকাতা: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। কীভাবে ক্লাস হবে? সে বিষয়ে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “শিশুরা যারা এখনও ডোজ নেয়নি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। সেখানে তাঁদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে করা যাবে না। বৃষ্টির দিনগুলি দেখে নিতে হবে। বড় জায়গা থাকলে ভাল। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে। কিন্তু সেটা বৃষ্টির দিনে নয়। হঠাৎ ঝড় জলে বাজ পড়ে কেউ মারা গেল, সেটা যেন না হয়। সেটা শিক্ষকদের দেখে নিতে হবে।‘’ তাঁর কথায়, এলাকা অনুযায়ী সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, “সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় খুলতে শুরু করুক। মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে।‘’
সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে পাড়ায় শিক্ষালয়। প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়। মমতার কথায়, "পাড়ায় পাড়ায় শিক্ষালয় একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় প্রকৃতির মুক্তাঙ্গনে শিক্ষা। শিক্ষকরা যেমন ৫-৬ ঘণ্টা স্কুলে ক্লাস করাতেন তেমনটা হবে না। পাড়ায় পাড়ায় ২ ঘণ্টা সময় নির্ধারিত থাকবে। আসবে, পড়বে, মিড ডে মিল খাবে, বাড়ি যাবে। শিক্ষকদেরও খুব একটা সমস্যা হবে না। শনিবার ছুটি থাকবে।'' এদিন তিনি আরও বলেন, পাড়ায় পাড়ায় শিক্ষালয়, পলিসি গাইডলাইন বলে দিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পাড়ায় শিক্ষালয়ে এবার মিড ডে মিল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে । ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত জেলাশাসককে বার্তা দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআই-এর ক্লাস চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Mamata Banerjee: 'পিএসসিতে আরও দ্রুত নিয়োগ করতে হবে', বৈঠক থেকে কড়া বার্তা মমতার