কলকাতা: প্রকাশিত হল রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন (WBCS Prelims Result) WBCS 2021-এর প্রিলিমসের ফল। মোট ৩৮৩৩ জন সফল প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। পালবিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) ওয়েবসাইটে কাট অফ মার্ক্স দেওয়া হয়েছে। অসংরক্ষিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে কাট অফ মার্ক্স ১২১.৬৭। তফশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে কাট অফ মার্ক্স যথাক্রমে ১১৪ এবং ৯৪.৩৩।
গত বছর অগাস্ট মাসে প্রিলিমসের পরীক্ষা হয়েছিল। যাঁরা এই পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা পিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। পিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in থেকে ফলাফল ডাউনলোড করতে পারেনা। সফল পরীক্ষার্থীরা WBCS Mains পরীক্ষা দিতে পারবেন।
কীভাবে WBCS প্রিলিমসের ফলাফল ডাউনলোড করবেন?
- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান, wbpsc.gov.in।
- হোমপেজে ক্লিক করলে একাধিক নোটিফিকেশন আসবে।
- ওই নোটিফিকেশনের মধ্যে ২০২১ সালের প্রিলিমসের ফলের অপশন রয়েছে।
- ওই অপশনে ক্লিক করতে হবে।
- একটি PDF স্ক্রিনে খুলবে।
- PDF-এ রোল নম্বর এবং কাট-অফ মার্কের তালিকা থাকবে।
- রোল নম্বর চেক করতে PDF নিচে স্ক্রোল করতে হবে।
- Ctrl+F ব্যবহার করে তাদের রোল নম্বরও খুঁজে পাওয়া যাবে।
- ভবিষ্যতের জন্য WBPSC WBCS প্রিলিমসে ফলাফল 2021 এর একটি প্রিন্টআউট সেভ করা যাবে।
A, B, C এবং D মতো বিভিন্ন গ্রুপে এবং পদগুলিতে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (West Bengal Civil Service Examination) আয়োজন করা হয়ে থাকে। WBPSC পরীক্ষা এবং WBPSC WBCS Mains পরীক্ষা সংক্রান্ত অতিরিক্ত আপডেটের জন্য পিএসসি-র (West Bengal Public Service Commission) অফিসিয়াল ওয়েবসাইট - wbpsc.gov.in -তে নজর রাখা যেতে পারে।
আরও পড়ুন: West Bengal School Reopen: অবিলম্বে চালু হোক প্রাথমিকের ক্লাস, চুঁচুড়ায় বিক্ষোভ অভিভাবকদের
Education Loan Information:
Calculate Education Loan EMI