কলকাতা: কাল সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। লোকসভা ভোট মিটে যাওয়ার প্রায় ৮ মাস পর, সন্দেশখালিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মিশন মাঠে দুপুরে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান।
লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের ঘুম কেড়ে নিয়েছিল সন্দেশখালি। ভোটমুখী বঙ্গে শেখ শাহজাহান পর্ব কার্যত কোণঠাসা করে দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলকে। দিনর পর দিন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সন্দেশখালির। ক্ষোভের আগুনে ঘি পড়তেই ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছিলেন সন্দেশখালির মহিলারা। উঠে এসেছিল মারাত্মক সব অভিযোগ। হাওয়া বুঝে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপিও। সন্দেশখালির বধূ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। শেষ অবধি ভোটের ফল বলছে, সন্দেশখালি ইস্য়ু থেকে ডিভিডেন্ড পেয়েছে গেরুয়া শিবির। সন্দেশখালি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে জিতেছে তারাই। লোকসভা ভোটের ফলের নিরিখে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে বিজেপি।
আর সন্দেশখালির ঘটনার প্রায় এক বছর পর, অবশেষে সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সাধারণের হাতে সরাসরি সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, "সন্দেশখালিতে পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। অনেকে জিজ্ঞেস করেছিল ইলেকশনের আগে দিদি আপনি গেলেন না, আমি বলেছিলাম যাব পরে যাব। ওইজন্যই আগামী ৩০ তারিখ বেলা ১ টায় যাচ্ছি।''
সোমবার দুপুরে সন্দেশখালি মিশনের মাঠে পা রাখবেন মুখ্যমন্ত্রী। ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত। যা একসময় শেখ শাহজাহানের গড় বলেই পরিচিতি ছিল। মুখ্যমন্ত্রীর আসার খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানকার বাসিন্দাদের কাছে। ওই এলাকার এক বাসিন্দা বলেন, "আগের থেকে ভাল আছি। মুখ্যমন্ত্রী আগে এলেই ভাল হত। তখন আসেনি।'' সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বক্তব্যও খানিকটা তেমনই। সেখানকার এক বাসিন্দা বলছেন, "এখন ভাল আছি। গন্ডগোল কিছু নেই। আগে এলে ভাল হত।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।