হাওড়া : একশো দিনের কাজের টাকা হোক বা বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বঙ্গে সক্রিয়তা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আবহে জারি রয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। একাধিক ইস্যুতেই কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Miniter Mamata Banerjee)। তবে রাজনৈতিক দ্বন্দ্বের আবহের মাঝেও উপহার সৌহার্দ্য তিনি বজায় রেখেছেন বলেই খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, বঙ্গের বিখ্যাত আম উপহার হিসেবে প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Prime Minitsre Narendra Modi) নয়, জানা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও রাজ্যের বিভিন্ন প্রজাতির আম দিয়ে সাজানো বিশেষ বাক্স উপহার হিসেবে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে যে খবর প্রকাশিত হয়েছে। যেখানে এক সূত্রের দাবি, হিমসাগর, ফজলি, ল্যাংরা ও লক্ষ্মণ ভোগের মতো বিভিন্ন প্রকারের আম দিয়ে সুন্দরভাবে সাজানো একটি বাক্স উপহার হিসেবে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সৌজন্য উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী পাঠিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী হোন বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনও সনিয়া গান্ধীকে সৌহার্দ্যমূলক বিভিন্ন উপহার আগেও পাঠিয়েছেন তিনি। গত বছরও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) ও দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal) আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও উপহার পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। ২০১৯ সালে দুর্গাপুজোর প্রাক্কালে প্রধানমন্ত্রীর জন্য কুর্তা-পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারের মাঝে খোদ নরেন্দ্র মোদি ফাঁস করেছিলেন যে তথ্য। যেখানে হাসিমুখে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধী দলেও অনেকেই ব্যক্তিগতস্তরে আমার বন্ধুস্থানীয়। শুনলে অবাক হয়ে যাবেন, মমতা দিদি নিজে প্রত্যেক বছর আমার জন্য এক-দুটো করে কুর্তা পছন্দ করে পাঠান।'
আরও পড়ুন- কেরলে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বাধা কাটিয়ে বাংলায় কবে বর্ষা ? আপাতত জারি গরমের অস্বস্তি
শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই নয়, নবান্ন সূত্রে খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমের বিশেষ বাক্স উপহার হিসেবে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরও বাংলাদেশে গিয়েছিল উপহার। যার পাল্টা ২৬০ টি বাক্সে প্রখ্যাত হাড়িভাঙা আম ভারতের প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর জন্য পাঠিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা।