কলকাতা: হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের। দ্রুত কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। পাশাপাশি সব মেডিক্যাল কলেজগুলিতে (West Bengal Medical College) অডিটের জন্য সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দিল নবান্ন। 


গত ৯ অগাস্ট আরজি করে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হন চিকিৎসক। নিরাপত্তা সহ ৫ দফা দাবিতে কর্মবিরতিতে নামেন জুনিয়র ডাক্তাররা। এরপর গত ১৪ অগাস্ট প্রাক স্বাধীনতা দিবসের রাতে হামলার ঘটনা ঘটে আরজি কর মেডিক্যাল কলেজে। রীতিমতো তাণ্ডব চালানো হয় হাসপাতালজুড়ে। তাতে ক্ষোভের আগুনে ঘি। চলতি মাসে স্বাস্থ্যভবন সাফাই অভিযানে নামেন আন্দোলনকারীরা। গত দশ দিন ধরে সেখানেই চলছে ধর্না। একাধিকবার মেল আদান প্রদানের পর গত সোমবার বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও সিলমোহর পড়েনি। গতকাল ফের নবান্নে বৈঠক হয় মুখ্যসচিবের সঙ্গে। কিন্তু তাতে কোনও ফল মেলেনি। গতকাল মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতির ৪১ তম দিনে নিরাপত্তা নিশ্চিত ও থ্রেট কালচার বন্ধের দাবিতে ফের মেল করেন তাঁরা। মুখ্যসচিবের কাছ থেকে মেল না আসায়, মনোজ পন্থকে মেল করেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সরকারের থেকে নতুন নির্দেশিকা চেয়ে মেল করেন তাঁরা। এখনও মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেট কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা।


দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ: এরপর সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন মুখ্যসচিব। যেখানে তিনি উল্লেখ করেছেন, হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালের অভ্যন্তরীণ অভিযোগ খতিয়ে দেখতে সক্রিয় হতে হবে কমিটিকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর চালু করতে হবে। প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম দ্রুত চালু করার নির্দেশ। ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের শূন্যপদ পূরণ করতে হবে। কেন্দ্রীয় রেফারেল সিস্টেম দ্রুত চালু করতে হবে। রোগী ও রোগীর পরিবারের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kalatan Dasgupta: জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত