মালবাজার: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death Case) ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। এর মাঝেই জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে এক যুবতীকে গণধর্ষণ (Malbazar Gangrape) করার অভিযোগে গ্রেফতার হল নির্যাতিতার প্রেমিক সহ পাঁচজন। বিষয়টিকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। দোষীদের কড়া শাস্তি দেওয়ার দাবি করছেন এলাকার মানুষ।


আরও পড়ুন: West Bengal Flood Situation: বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়াতে ডাক্তারদের আহ্বান মুখ্যমন্ত্রীর, 'অভয়া ক্লিনিক' তৈরির ঘোষণা আন্দোলনকারীদের


স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাজার থানা এলাকার এক যুবতী কাজের সূত্রে সিকিমে থাকেন। সম্প্রতি বাড়ি ফিরে স্থানীয় এক যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আর সেই যুবকই তার চার সঙ্গীকে নিয়ে ওই যুবতীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ।


সূত্রের খবর, ওই যুবতীকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিল তাঁর প্রেমিক। মেয়েটি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পর স্থানীয় একটি চা বাগানের নির্জন এলাকায় নিয়ে গিয়ে আর চার সঙ্গীর সঙ্গে ওই যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।


আরও পড়ুন: Junior Doctors Protest: নবান্নের বৈঠক নিয়ে হতাশা, মুখ্যসচিবকে ফের ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা


পরে এই ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের সমস্ত কথা খুলে বলে নির্যাতিতা। বুধবার তার ভিত্তিতে মালবাজার থানায় গিয়ে যুবতীর প্রেমিক ও তার চার সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন মেয়েটির পরিবারের লোকেরা। তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুলিশ।


আরও পড়ুন: Kalatan Dasgupta: কলতান 'কৃষ্ণ', সঞ্জীব 'অর্জুন', অডিও বিতর্কে আদালতে রাজ্য, রাজনীতিক রেকর্ডিং পেলেন কোত্থেকে? প্রশ্ন আদালতের


জলপাইগুড়ি পুলিশ সূত্রে খবর, বুধবার মেয়েটির পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পাঁচজন যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের জেলা আদালতে পেশ করা হয়েছে। খুব তাড়াতাড়ি তদন্ত শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা চলছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar News: আর জি কর কাণ্ডের তদন্তে নতুন মোড়, CBI র‍্যাডারে তৃণমূল নেতা