অরিত্রিক ভট্টাচার্য ও সন্দীপ সরকার, কলকাতা: চিকিৎসার গাফিলতিতে (Medical Negligence) আড়াই মাসের শিশুর মৃত্যুর (Child Death) অভিযোগ এসএসকেএম হাসপাতালের (SSKM Hospiral) বিরুদ্ধে। অভিযোগ ২২ মার্চ থেকে একটানা হাসপাতালে ভর্তি থাকলেও সঠিক চিকিৎসাই হয়নি। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার। বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি এসএসকেএমের সুপার।


কেন বিতর্ক?
ফের কাঠগড়ায় রাজ্য়ের নামী সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসকেএম। এবার অভিযোগ উঠল চিকিৎসার গাফিলতিতে আড়াই মাসের এক শিশুর মৃত্যুর। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করে রানাঘাটের এক শিশু। স্থানীয় হাসপাতালে চিকিৎসায় সুস্থ না হওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয় তাকে। ২২ মার্চ থেকে একটানা এসএসকেএমে ভর্তি ছিল সে। ৩ বার অস্ত্রপচারও হয়। কিন্তু তার পরও শেষরক্ষা হয়নি। রবিবার মৃত্য়ু হয় শিশুর। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়ায় অবস্থার অবনতি হতে থাকে। তার পর মর্মান্তিক পরিণতি। ঘটনায় এসএসকেএম হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি এসএসকেএমের সুপার পীযুষকান্তি রায়। 

আগেও অভিযোগ...
বছর পাঁচেক আগেও একই অভিযোগ উঠেছিল এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে। সে বার চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে এসএসকেএমে ধুন্ধুমার বাধে। হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মৃত শিশুর নাম শুভাঙ্গী মল্লিক। বাড়ির লোকেদের দাবি, ধুম জ্বর হওয়ায় গতকাল রাতে বেহালার চণ্ডীতলা থেকে শিশুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসকরা তাকে ওষুধ দিয়ে ছেড়ে দেন। সকালে শ্বাসকষ্ট হওয়ায় ফের তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু, অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন দিতে দেরি করায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শুভাঙ্গীর। ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজনরা। পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর পর, ২০২২ সালের ডিসেম্বরেও এক ঘটনার অভিযোগ ওঠে এসএসকেএমে। সে বার সদ্যোজাতের পাশাপাশি ও প্রসূতিরও মৃত্যু হয়েছিল। পরিবার সূত্রে খবর, নার্সিংহোম থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছিল তপসিয়ার বাসিন্দা এক অন্তঃসত্ত্বাকে। সন্তানের জন্ম দেন তিনি। পরে মা ও শিশুর মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়রা ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে ঢুকে পড়েন বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারের দাবি, ভর্তি নিতেই টালবাহানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসায় গাফিলতিতে মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যায় ভবানীপুর থানার পুলিশ। লালবাজার থেকে আনা হয় বাহিনী। 


আরও পড়ুন:সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার