কলকাতা: পলাশে রাঙা ভালবাসার গল্প। রিতম সেনের কলমে মুক্তি পেল 'পলাশ'। গানটি সুরে বেঁধেছেন প্রসেন ও গেয়েছেন শ্য়ামশ্রী সাহা। আর পর্দায় যে গানটির আবেগকে ফুটিয়ে তুলেছেন, তিনি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। সম্প্রতি এসফিএফের (SVF)-র প্রযোজনায় মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও। 


এই গানে ফুটিয়ে তোলা হয়েছে এক ছোটবেলার প্রেমের গল্প। সেই গল্প কিছুটা এমন যে শিশুকাল থেকেই দেবচন্দ্রিমার চরিত্র দেখে, দরজার বাইরে একটি ফুলের সাজি ভর্তি পলাশ রাখা। কিন্তু কে তাকে পলাশ পাঠায় সে পরিচয় তাঁর অজানা। ধীরে ধীরে সময় গড়ায়, ছোট্ট দেবচন্দ্রিমার আলাপ হয় ছোট্ট সেই বন্ধুর সঙ্গে। কিন্তু সে আলাপই সার.. তাতে অনেক দূরত্ব, অনেক আড়াল। বড় হয়ে যাওয়ার পরেও দেবচন্দ্রিমা অপেক্ষা করেন একবার পলাশ প্রেরকের মুখ দেখবেন বলে। কিন্তু শেষমেষ তা আর হয় না, পলাশ রেখে সে সাইকেল চালিয়েই হারিয়ে যায় গ্রামের মেঠো আলপথে। 


এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মিউজিক ভিডিওতে প্রেমের গল্প বলেছে এসভিএফ। এর আগে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও  দিব্যজ্যোতি দত্ত (Dibyijyoti Dutta)-কে ফিচার করে 'দেখেছি রূপসাগরে' গানটি প্রকাশ করেছিল এসভিএফ। সেই গানেও তুলে ধরা হয়েছিল এমন ছোটবেলার প্রেমের গল্প। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি।                                                   


এই গানে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে অপেক্ষার গান কথাটি। কার্যত এই গানটি সত্যিই অপেক্ষার। শেষমেষ পলাশ প্রেরকের মুখ দেখার জন্য অপেক্ষা করতে থাকে দর্শকও, কেবল দেবচন্দ্রিমা নন। আর শেষে, মুখ দেখা না হলে, নায়িকার সঙ্গে সঙ্গে মনখারাপ হয়ে যায় সবারই। এই গানের লোকেশন থেকে শুরু করে পোশাক পরিকল্পনা, সবেতেই নস্ট্যালজিয়া ও পুরনো দিনের আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। নজর কেড়েছে দেবচন্দ্রিমার সাজও। 


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?


আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার