রাজীব চৌধুরী, নওদা: মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের (Abu Taher Khan) গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে (Medical College) আনা হয়। পরে মৃত্যু হয় ওই শিশুর। মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল শিশু, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা হয়।


গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু: বুধবার দুপুরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল বছর ছয়েকের ছোট্ট ছেলেটা। কাজের জন্য মা ব্যাঙ্কের ভিতরে যাওয়ায়, বাইরেই অপেক্ষা করছিল, খেলছিল। তারপর রাস্তা পেরোনোর সময়, দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কা। আর এরপরই সব শেষ। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল সাংসদ (TMC MP) আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের খুদের। আর এমন মর্মান্তিক ঘটনার পর, সন্তানহারা মা’কেই কার্যত কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ।


কী বললেন তৃণমূল সাংসদ? সন্তান হারানোর যন্ত্রণার শোকে পাথর বাবা-মা। একরত্তি নেই, এখনও মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। দফায় দফায় কান্নার রোল। পুলিশ সূত্রে খবর, নওদার বাড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। পিঁপড়েখালির কাছে ৬ বছরের হাসিমকে ধাক্কা মারে তাঁর গাড়ি। গুরুতর আহত অবস্থায় শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) নিয়ে আসেন সাংসদ। কিন্তু, ৩ ঘণ্টা ধরে চিকিৎসকদের চেষ্টার পরও, বাঁচানো যায়নি। কিন্তু, সাংসদের গাড়ি বলে কি এভাবে দ্রুত গতিতে চালানো যায়? প্রশ্ন তুলেছে, মৃত শিশুর পরিবার। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল, কিছু করার ছিল না চালকের, হাসপাতালে নিয়ে এসেছিলাম, কিন্তু বাঁচানো গেল না। মা ছেড়ে চলে গেছে। ৫০ জন লোক জড়ো হয়ে গেছিল, তার মধ্যে শিশুর বাড়ির কেউ ছিল না। দুর্ভাগ্যজনক ঘটনা।’’


গাড়ির ধাক্কায় মৃত্যু: যদিও এই ধরনের ঘটনা এই প্রথম নয়। চলতি মাসের ৬ তারিখ মালদার ইংরেজবাজারে, SDO-র গাড়ির ধাক্কায় মৃত্যু হয় যুবকের। ২০১৭ সালে উত্তরপ্রদেশের গোন্ডায় মন্ত্রীর কনভয়ের গাড়ির ধাক্কায় ৮ বছরের বালকের মৃত্যু হয়। ২০১৬ সালে বিজন সেতুতে বেপরোয়া গাড়ির চাকায় নিরীহকে পিষে মারার অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে। 


আরও পড়ুন: South 24 Parganas: গ্রাহক হয়ে সোনার দোকানে প্রবেশ, লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি দুই যুবকের