সৌমিত্র রায়, কলকাতা: ইডেনে বসে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পেল বারাসাত কিশলয় হোমের শিশুরা। উদ্যোগ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights)। বাসে করে এসে, রীতিমতো হইহই করে গ্যালারিতে বসে ম্যাচ দেখল খুদেরা।


রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবদের নাম শুনেছে এতদিন। এবার চোখের সামনে ক্রিকেট-নায়কদের দেখার সুযোগ। আনন্দে ডগমগ বারাসাত কিশলয় হোমের শিশুরা। রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি টোয়েন্টিতে মাঠে বসে খেলা দেখার আনন্দ উপভোগ করল শিশুরা। বাসে করে এসে, মাঠের বাইরে থেকে জাতীয় পতাকা কিনে, একেবারে হইহই করতে করতে ইডেনে প্রবেশ করে তারা। তারপর গ্যালারিতে বসে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সাক্ষী হওয়া।  রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার কাছে কিশলয়ের শিশুদের জন্য টিকিট চাওয়া হয়েছিল। সেই টিকিট নিয়েই মাঠে হাজির হয় কচিকাঁচারা।  রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, “এরা প্রান্তিক হলেও আমরা চাই সবসময় এগিয়ে থাক।  ওরা হাসি মজা করুক। সে কারণেই আমরা টিকিট চেয়েছিলাম।’’


নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজার কথায়, কমিশন চেষ্টা করে বাচ্চাদের ভাল রাখার। সেই উদ্যোগেরই এটা একটা অংশ।কোভিড বিধির কারণে এদিন ইডেনে সাধারণ দর্শকের প্রবেশাধিকার ছিল না।  তবে সিএবির সদস্যদের টিকিট দেওয়া হয়েছে। এর আগে ২০১৭-র যুব বিশ্বকাপে মাঠে বসে খেলার দেখার সুযোগ পেয়েছিল কিশলয় হোমের শিশুরা। তারপর আজ আবার।


এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ ভারতের।ছ তৃতীয় টি ২০ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। ১৭ রানে পোলার্ডবাহিনীকে হারাল টিম রোহিত। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। সূর্যকুমারের ঝোড়ো ব্যাটিং, হর্ষলের আগুনে বোলিংয়ে চূর্ণ পুরানরা।


আরও পড়ুন: Shahbaz Ahmed Exclusive: বিরাট-মন্ত্রে দীক্ষা, এক ম্যাচ জিতিয়ে সন্তুষ্ট হতে নারাজ শাহবাজ