কলকাতা: আইপিএলে (IPL) তিনি বিরাট কোহলি (Virat Kohli)-এ বি ডিভিলিয়ার্সের (A B deVilliars) মতো মহাতারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেন। বিরাট-শিক্ষা কাজে লাগিয়েই সাফল্যের সরণিতে থাকতে চান শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)।


বঢোদরার বিরুদ্ধে অপরাজিত ৭১ রানের ম্যাচ জেতানো ইনিস খেলে উঠে শাহবাজ বলছেন, 'আজকের ম্যাচের জন্য সন্তুষ্ট। আমি আর অভিষেক পোড়েল মিলে ম্যাচ শেষ করে আসতে পেরেছি বলে। কিন্তু একটা ম্যাচে থেমে থাকলে চলবে না। বাংলাকে ধারাবাহিকভাবে জেতাতে হবে। সাত নম্বরে নেমে বড় ইনিংস খেলা কঠিন। কিন্তু সেটা করতে পেরেছি বলে খুশি। তবে এখানেই থামতে চাই না।'


অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন অভিষেক পোড়েল। অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে অভিষেকের সঙ্গে ১০৮ রান যোগ করে ম্যাচ জেতানোর পর শাহবাজ বলছেন, 'আগে কখনও অভিষেকের খেলা দেখিনি। জানতাম ভাল খেলেছে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে। অভিষেক ম্যাচে নিজেকে প্রমাণ করেছে। মনে হয়নি ও অভিষেক ম্যাচ খেলছে। আমাদের জুটি দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক করেছিলাম কোনও আলগা শট খেলব না। সেই পন্থা অবলম্বন করেই সাফল্য পেয়েছি।'


আইপিএলের সাফল্য মানসিকভাবে কতটা শক্তিশালী করে তুলেছে ? বিশেষ করে কোহলি, ডিভিলিয়ার্সদের সঙ্গে সময় কাটানোর পর? শাহবাজ বলছেন, 'আইপিএল ও রঞ্জি ট্রফি সম্পূর্ণ আলাদা । দুই টুর্নামেন্টের প্রস্তুতিও আলাদা । রঞ্জি ট্রফির ম্যাচে চাপ সামলানোর কায়দা আলাদা। তবে বড় ক্রিকেটারের সঙ্গে সময় কাটালে সুবিধা তো হয়ই । ম্যাচ জেতানোর নিষ্ঠা শিখেছি বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্সকে দেখে ।'


এই ইনিংসই কি সেরা? শাহবাজ বলছেন, 'এটা সেরা বলব না। রাজস্থানের বিরুদ্ধে প্রায় একইরকম পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছিলাম। সেই ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ শেষ করে আসতে পেরেছি বলে ভাল লাগছে ।'


চার বলে তিন বাউন্ডারি মেরে চাপমুক্তি, অভিষেকেই ম্যাচ জিতিয়ে নায়ক অভিষেক