কলকাতা: শিয়রে বিধানসভা ভোট। তার আগে বিস্ফোরক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক (Asit Majumder Comment Controversy)। দিদি (Mamata Banerjee) টিকিট না দিলে গঙ্গায় গিয়ে স্নান করবেন বলে মন্তব্য অসিত মজুমদারের। নেপথ্যে দায়ী করলেন তাঁর টিমকেই। টিম নিয়ে কাজ করতে পারছেন না বলে মন্তব্য তিনবারের তৃণমূল বিধায়কের। পাল্টা এসেছে বিজেপির তরফ থেকেও। বিস্ফোরক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। আর তার আগে, টিম নিয়ে নাকি হিমসিম খাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, চুঁচুড়ায় কর্মীদের সামনে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার তিন তিনবারের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, "আমাকে দিদি যদি বলে তোকে আর টিকিট দেব না, আমি গঙ্গায় স্নান করে নেব। এই টিম নিয়ে আমি আর পারছি না। সব ফোর টোয়েন্টি মার্কা আমাকে উত্তর দেয়। আমাকে দল বললে আমি রিজাইন দিয়ে চলে যাব। আপনারা ভাল এমএলএ টেএমএলএ নিয়ে করুন। আমার আর ভাল লাগছে না। তাঁর এই ভাইরাল বক্তব্য নিয়ে পরে নিজেই ব্যখ্যা দিয়েছেন অসিত মজুমদার। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, "এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম। ভোটার লিস্ট নিয়ে। এটা দলের কথা। এটা বাইরে যাওয়ার তো কথা নয়। এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয়। আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি। দলের মধ্যে।''গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন অসিত মজুমদার। ভোটে জিতলেও, কমেছিল তৃণমূলের জয়ের মার্জিন। এই প্রেক্ষাপটে সামনের বছর যেখানে আরও একটা বিধানসভা নির্বাচন, সেখানেই অসিত মজুমদারের অসন্তোষ নতুন জল্পনার সৃষ্টি করল। তৃণমূল বিধায়ক যে ব্যখ্যাই দিন না কেন, এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "বিধায়ক কোনও কাজ দিলে নাকি দলের কর্মীরা তাঁকে কলা দেখিয়ে দিচ্ছে। এটা আমরা বলছি না। বিধায়ক নিজে প্রকাশ্য সভায় শিকার করে নিচ্ছে। আজকে তিনি বলছেন যে তাঁর দলের কর্মীরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। আরে তৃণমূল দলটাই তো টাকার ওপর চলে।''
Asit Majumder Comment Controversy: 'দিদি টিকিট না দিলে গঙ্গা স্নান করে নেব,'' 'টিমের' বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক
ABP Ananda | Shalmoli Basu | 03 Apr 2025 07:30 AM (IST)
TMC MLA Viral Video: ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, চুঁচুড়ায় কর্মীদের সামনে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার তিন তিনবারের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
ফাইল ছবি