প্রকাশ সিনহা, কলকাতা : এবার ইডি-র (ED) হাতে গ্রেফতার হলেন রাজ্যের এক চিটফান্ড সংস্থার মালিক (Chit Fund Agency Head)। ধৃত পার্থ চক্রবর্তী চক্র গ্রুপের কর্ণধার। অভিযোগ, বিভিন্ন স্কিমের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল চক্র গ্রুপ (Chakra Group) নামে ওই চিটফান্ড কোম্পানি। ইডি-র দাবি, নিউটাউনে একটি, তারাপীঠে দুটি হোটেল রয়েছে এই সংস্থার। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, চিটফান্ড সংস্থার মালিককে গ্রেফতার করে ইডি।
বাজার থেকে কোটি কোটি টাকা তোলার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আগেও কয়েকবার ইডি সমন পাঠিয়েছিল ওই ব্যবসায়ীকে। আগের কয়েকটি সমন এড়িয়ে গেলেও গতকাল ইডির সমনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন চক্র গ্রুপের কর্ণধার। যেখানে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। যার পরে বিভিন্ন স্কিমে বাজার থেকে কোটি কোটি তোলার দায়ে গভীর রাতের দিকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, চিটফান্ড সংস্থার মালিককে মঙ্গলবার আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, গত মাসেই রাজ্যে চিটফান্ড (Chitfund) তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) প্রধান দফতর থেকে জারি করা হয়েছিল নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আলাদা ইউনিট তৈরি করা হয়েছিল। যেখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত।সেই ইউনিটকে জুড়ে দেওয়া হয়েছে ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। এদিকে, এখনও নিষ্পত্তি হয়নি সারদা-রোজভ্যালি, আইকোর মামলার। শেষ হয়নি তদন্তও।
স্বল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন ! ঝুঁকি জেনেও লগ্নির ঝোঁক! আর তাতেই চিটফান্ডের (Chit Fund) পাল্লায় পড়ছেন বহু মানুষ! সেই ৭-এর দশক থেকেই বাংলায় (West Bengal) বারবার চিটফান্ড কেলেঙ্কারি ঘটেছে। তা সত্বেও এই ধরনের ভুইফোঁড় সংস্থায় লগ্নির (Invest) প্রবণতা কমেনি। চড়া সুদের প্রলোভনে পা দিয়ে বারবার কেন সর্বস্বান্ত হয় সাধারণ মানুষ? মনোবিদ সুবর্ণা সেন বলেন, "প্রত্যেকেই অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্যান্ডেমিকের পরে সেটা বেড়েছে, এত ইনসিকিওরিটি, ভাবছেন ম্যাজিক হয়ে যাবে, হয়তো কোথাও ভাবছেন, এরা ওরকম নয়, ওই জন্য টাকা লগ্নি করছেন।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial