Neeraj Chopra: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া

Neeraj Chopra Update: তাঁর দ্বিতীয় প্রয়াসই সোনা জয়ের জন্য যথেষ্ট হলেও, নীরজ জানান তিনি শেষ প্রয়াস পর্যন্ত নিজের সর্বসেরা থ্রোয়ের রেকর্ড ভাঙার জন্য মরিয়া ছিলেন।

Continues below advertisement

নয়াদিল্লি: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Atheletics Championship 2023) প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২২ সালে এই প্রতিযোগিতা থেকেই রুপো জিতে ফিরতে হয়েছিল। আক্ষেপ ছিল মনে। এবার আর ভুল করলেন না। জ্যাভলিনের ফাইনালে দ্বিতীয় থ্রো-তেই নিজের সেরা ৮৮.১৭ মিটার দূরত্বে বর্ষা ছুড়ে সোনা জিতে নেন পানিপথের তরুণ। টোকিও অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপ। তিন বছরে দুটো সোনা জিতে নিলেন নীরজ। তবে এত বড় সাফল্যের পরও নীরজ মনে করেন যে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। 

Continues below advertisement

সোনা জয়ের পর ভিডিও কলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীরজ বলেন, ''একটা কথা আছে যে থ্রোয়ারদের কোনও অন্তিম সীমানা থাকে না। আমিও মনে করি যে আমার জীবনে এখনও অনেক কিছুই করার আছে। হয়ত অনেকগুলো পদক জিতে নিয়েছি। কিন্তু এখনও আমি মনে করি আমার কাছ শেষ হয়নি। আমি ভাগ্যবান যে আমার কাছে জ্যাভলিন রয়েছে। আমি আরও পরিশ্রম করব, আমি আরও প্রতিযোগিতায় নেমে আরও পদক জিততে চাই দেশের জন্য। দেশকে আরও গর্বিত করতে চাই।''

নিজেই জানিয়েছিলেন যে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে চান। সে বিষয়ে নীরজ বলেন, ''৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা আমার স্বপ্ন। গত দুটো বছর আমার দারুণ কেটেছে। দারুণ পারফর্ম করতে পারছি। চলতি বছরে আমার মনে হয়েছিল যে আমি ৯০ মিটার অতিক্রম করতে পারব। এমনকী চ্য়াম্পিয়নশিপে দ্বিতীয় থ্রো-তে যখন ৮৮.১৭ মিটার দূরত্বে ছুড়তে পেরেছিলাম ভাবলাম যে পরের থ্রো-গুলোতে হয়ত আমি ৯০ মিটার অতিক্রান্ত করে যাব। কিন্তু এই মরসুমের শুরুতে কুঁচকিতে চোট পেয়েছিলাম। যা আমাকে বেশ ভুগিয়েছে। তবে আমি আশাবাদী যে আগামী দিনে অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব হয়ত।''

তাঁর দ্বিতীয় প্রয়াসই সোনা জয়ের জন্য যথেষ্ট হলেও, নীরজ জানান তিনি শেষ প্রয়াস পর্যন্ত নিজের সর্বসেরা থ্রোয়ের রেকর্ড ভাঙার জন্য মরিয়া ছিলেন। 'দ্বিতীয় রাউন্ডের পরে আমি আরও ভাল পারফর্ম করার জন্য উৎসুক ছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি আরও ভাল করতে পারি। এক্ষেত্রে আমার টেকনিক এবং গতির উপর অনেকটা নির্ভর করে। যোগ্যতা অর্জন পর্বে আমাদের অনেক খাটাখাটনি করতে হয়েছে। তারপর শরীরকে চাঙ্গা করার জন্য হাতে মাত্র একদিন সময় ছিল। সেটা একটা বড় পার্থক্য গড়ে দেয়। তবে আমি শেষ প্রয়াস পর্যন্ত নিজের রেকর্ড ভাঙার জন্য চেষ্টা করেছি।' বলেন ভারতীয় অ্যাথলিট।

Continues below advertisement
Sponsored Links by Taboola