প্রকাশ সিনহা, কলকাতা : নথি ডাউনলোড বিতর্কে এবার নতুন তরজা। কলকাতা পুলিশ ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (Enforcement Directorate) ই-মেল সংঘাত। সবমিলিয়ে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি ও সেখানকার কম্পিউটার থেকে তথ্য ডাউনলোড ঘিরে তদন্তে নতুন মোড়।


জানা যাচ্ছে, ইডি-র তরফে ই-মেলে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ (Kolkata Police)। এভাবে মেল মারফত বিষয়টি না জানিয়ে একজন ইডি অফিসারকে সশরীরে হাজির হয়ে ডাউনলোড বিতর্কের ব্যাখ্যা দিতে কলকাতা পুলিশ ইডির কাছে মেল করে বলেই খবর। যদিও সেক্ষেত্রে কলকাতা পুলিশকে পাল্টা মেল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, তাদের উত্তর, যা বলার বলে দিয়েছি। সশরীরে কোনও ইডি অফিসারের হাজির হয়ে ব্যাখ্যার বদলে এভাবে জবাবি মেল পেয়ে এবার লালবাজার কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।


প্রসঙ্গত, গত ২৬ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান ঘিরে অভিযোগের অনুসন্ধান শুরু করেছে লালবাজার। সংস্থার দুটি কম্পিউটারও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ করেছিল লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps And Bounds)।


১৬টি ফাইল ডাউনলোডের কারণ ব্যাখ্যা করে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেয় ইডি। চিঠিতে উল্লেখ করা হয়, নিউ আলিপুরে সংস্থার অফিসে তল্লাশি অভিযান শেষের আগে ইডি-র এক তদন্তকারী অফিসার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট খুলেছিলেন। ইডি-র দাবি, ওই অফিসারের ১৮ বছরের মেয়ের ২৩ অগাস্ট থেকে কলেজে নতুন ক্লাস শুরু হওয়ার কথা ছিল। যাদবপুরের র‍্যাগিংকাণ্ডের পর রীতিমতো উদ্বিগ্ন ছিলেন ওই ইডি অফিসার। তাই মেয়ের জন্য হস্টেল খুঁজতে গিয়ে এই ১৬টি ফাইল কোনওভাবে ডাউনলোড হয়ে যেতে পারে। চিঠিতে ইডি-র দাবি, অভিযোগকারী চন্দন বন্দ্যোপাধ্যায়-সহ লিপস অ্যান্ড বাউন্ডসের তিন কর্মীর সামনেই এই ঘটনা ঘটে। পুরোটাই সিসি ক্যামেরা (CCTV Camera) বন্দি হয়েছে।


এদিকে, ইতিমধ্যে গোটা ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। সরাসরি সংস্থার নাম না বললেও তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, ইচ্ছাকৃতভাবে আমার অফিসে তল্লাশির সময় ১৬ টি ফাইল ডাউনলোড করা হয়েছে। প্রসঙ্গত, আগেই লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে তাদের লিখিত বিবৃতিতে জানিয়েছিল ইডি। এর মাঝেই কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই মেল-সংঘাতের জেরে গোটা তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।


আরও পড়ুন- ৯ জনের ছিন্নভিন্ন দেহাংশে নড়ল টনক ! দত্তপুকুর এলাকায় তল্লাশিতে ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার পুলিশের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial