বিশ্বজিৎ দাস, খড়্গপুর: উপলক্ষ কি? বড়দিন না ভোট? ক্রিসমাসের দিনে বাড়ি বাড়ি গিয়ে কেক দিয়ে অভিনব কায়দায় ভোটপ্রচার সাড়লেন তৃণমূলে নেতা। লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বড়দিনের কেক দিয়ে ভোটের প্রচার করল তৃণমূল কংগ্রেস। 



পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ভোটের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গতকাল রাতে খড়গপুর শহরের ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিএমএস কলেজ এলাকায় লোকের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে বড়দিনের কেক তুলে দিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন করল তৃণমূল কংগ্রেস।


তৃণমূল নেতা নির্মল ঘোষ  বলেন, "আপনাদের বাড়িতে কেক দিয়ে আবেদন করে যাচ্ছি, এবারের ভোট ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। আগামীকাল বড়দিন। আপনাদের কাছে ছোট্ট উপহার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আবেদন। দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে যে নেত্রী করে দিয়েছেন আমাদের, তাদের ভোটটা দিতে হবে পৌরসভা নির্বাচনে।" 


খড়গপুরের বাসিন্দা মঞ্জু মাইতি বলেন, "আমাদের বাড়িতে তৃণমূলের থেকে এসেছিল ভোটের জন্য। কেক দিয়ে গেছে এবং বললেন তৃণমূলে ভোট দেওয়ার জন্য। পুরসভা ভোটের প্রচার করছে।" রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে জানিয়েছে, কর্পোরেশনগুলিতে ২২ জানুয়ারি এবং বাকি পুরসভাগুলিতে ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন প্রস্তাব করেছে। তারপরই খড়গপুরে প্রচারে নেমে পড়েছে তৃণমূল। আর সেই প্রচারে বড়দিনের কেক এখন জনসংযোগের অন্যতম মাধ্যম।


অন্যদিকে, পুরভোটের আগে বড়দিনকে সামনে রেখে জনসংযোগে নামল তৃণমূল। বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের গোপাললাল ঠাকুর রোড এলাকায় সান্তা সেজে পথচলতি মানুষের মধ্যে কেক বিলি করলেন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর সঞ্চিতা দে। পুরভোটের আগে ভোটারদের মন ভোলানোর চেষ্টা, কটাক্ষ বিজেপির। সারা বছরই মানুশের মধ্যে থাকি, উত্সবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই উদ্যোগ, প্রতিক্রিয়া ওয়ার্ড কোঅর্ডিনেটরের। 


এদিকে, বাঙালির বড়দিনে ধুম লেগেছে কেক উৎসবে! পৌষের ঠান্ডা গায়ে মেখে শহরের দোকানে দোকানে পৌঁছে যাচ্ছেন কেক প্রেমীরা। কাচের দরজা সরিয়ে একবার ভিতরে ঢুকলে ধাঁধা লেগে যেতে বাধ্য! কোনটা ছেড়ে কোনটা নেবেন! কেক ছাড়া বড়দিন ভাবাই যায় না! আর সেই কথা মাথায় রেখে ক্রিসমাস স্পেশাল কেকের পসরা সাজিয়েছে একাধিক সংস্থা। মিক্সড ফ্রুট, বাটার ফ্রুট, ইংলিশ ফ্রুট, রিচ ফ্রুট, রয়্যাল ফ্রুট -- ফ্রুট কেকেরই কত ভ্যারাইটি। তার সঙ্গে জুড়েছে চকোচেরি, চকোডান্ডি, ওয়ালনাট কেক।