সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের (new zeland) বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে বিশ্রামে ছিলেন অনেক তারকা ক্রিকেটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার (south africa) সফরে ভারতীয় স্কোয়াডে ফিরছেন প্রত্যেকেই। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন যে ভারতের ওপেনিং জুটি চিন্তায় রাখবে প্রোটিয়া সফরে।
নিজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেন, ''ওপেনিং খুব একটা ভালো হয়নি। ওপেনাররা ভালো না করলে দল ভালো করে না। আমরা ইংল্যান্ডে ভালো করেছি কারণ রাহুল ও রোহিত ধারাবাহিক ছিল; এখানে, আমাদের এটি নেই, যা একটি সমস্যা হতে পারে।''
আকাশ চোপড়া আরো বলেন, "রাহুলের সঙ্গ ময়ঙ্ক ওপেনিংয়ে নামবেন। ওঁরা দুজনই বক্সিং ডে টেস্ট থেকে ওঁদের জাত্রা শুরু করেছিল। এর মাঝে ওপেনিংয়ে শুভমন গিল, পৃথ্বী শ, রোহিত শর্মা সবাই এসেছে। কিন্তু আমরা ফের রাহুল-ময়ঙ্ক জুটিকে দেখতে পাব। ওঁদের ধারাবাহিক হতে হবে। নইলে চাপ হয়ে যাবে।"
চারতীয় দলে রাহানে ও পূজারা ফর্মে নেই, বিরাট কোহলিও প্রায় ২ বছরের উপরে কোনও সেঞ্চুরি পাননি। আকাশ বলছেন, ''শেষবার দক্ষিণ আফ্রিকায় ভারতের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। এছাড়া কেউই সেভাবে রান পাননি। ওখানে যদি ৪-৫ সেশন ব্যাটিং না করতে পারা যায়, তাহলে জেতা খুব মুশকিল।''
এদিকে, আসন্ন সিরিজেই অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি।
২৪ টেস্টে এখনও পর্যন্ত ১০১ উইকেটের মালিক বুমরা। আর সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বিষয় হল তার মধ্যে মাত্র ৪ উইকেট এসেছে ভারতের মাটিতে। অর্থাৎ আর ৩ উইকেট পেলেই বিদেশের মাটিতে ১০০ উইকেটের মালিক হবেন বুমরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অভিষেক হয়েছিল, এবার সেখানেই আরও এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বুমরা।
অন্যদিকে মহম্মদ শামির সামনেও নজির গড়ার হাতছানি। এখনও পর্যন্ত ১৯৫ উইকেট টেস্টে ঝুলিতে পুরে নিয়েছেন শামি। আর ৫ উইকেট পেলেই কপিল দেব, জাহির খান, ইশান্ত শর্মা ও জাভাগাল শ্রীনাথের পর পঞ্চম ভারতীয় পেসার হিসেবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।