প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা: বড়দিন (Christmas 2021) উপলক্ষে পার্ক স্ট্রিটে (Park Street) মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার (Watch Tower), ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও (Bidhannagar) নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা।
বড়দিন (Christmas 2021) ও বর্ষবরণের (New Year) জন্য প্রস্তুত পার্ক স্ট্রিট। প্রস্তুত কলকাতা পুলিশও। শুক্রবার রাত থেকেই আলো ঝলমলে পার্ক স্ট্রিটে ঢল নামে মানুষের। আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। কোথাও বসানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। কোথাও স্বাগত জানাচ্ছে সান্তা। অ্যালেন পার্কের (Allen Park) কাছে ব্যবস্থা করা হয়েছে লেজার শো-এর।
পার্ক স্ট্রিট নিয়ে কলকাতা পুলিশের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে, ভিড়কে বাধ্য করা কোভিড বিধি মেনে চলতে। অন্যদিকে, এত বড় চলমান সমাবেশের নিরাপত্তা সামলানো। পুলিশ সূত্রে খবর, এই সব বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বড়দিনে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম। ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর। মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।
একইভাবে বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) এলাকাতেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ২৫ থেকে ৩১ পর্যন্ত বিধাননগরের পুলিশ নিরাপত্তা আরও জোরদার করা হল। দেড় হাজার পুলিশ কর্মী মজুত থাকবেন। এছাড়াও বাইরে থেকে ফোর্স আনা হয়েছে। ইকো পার্কে (Eco Park) বাড়তি নজরদারি পুলিশের। সল্টলেক সিটি সেন্টারের (City Centre, Saltlake) সামনেও পুলিশের বাড়তি তত্পরতা। তল্লাশি করেই তবে ভিতরে যেতে দেওয়া হচ্ছে ক্রেতাদের।বিধাননগরে এদিন থেকেই রাস্তায় নেমেছে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ বাহিনী উইনার্স। ১২টি মোটরবাইকে থাকবেন ২৪ জন। তাঁরা টহল দেবেন বিধাননগর জুড়ে।
আরও পড়ুন: Christmas 2021 Wishes: কীভাবে প্রিয়জনকে বড়দিনের শুভেচ্ছা জানাবেন? রইল কিছু উদাহরণ