কলকাতা: দেখতে দেখতে এসে গেল বড়দিন (Christmas Day 2021)। উতসবে উপহারে এই দিনটার জন্য অপেক্ষায় থাকা সারাটা বছর। ছোট থেকে বড় সকলেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ বড়দিন পালন করেন। বাচ্চারা এই দিনটায় ঘুমোতে যাওয়ার আগে মোজা ঝুলিয়ে রেখে যায়, যাতে সকালে উঠে তারা তাতে উপহার দেখতে পায়। সান্তাক্লজ এসে সেই মোজায় উপহার রেখে যায়।
বড়দিনের পরিবারের সদস্য থেকে বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে উতসব উদযাপন তো করবেন, কীভাবে তাঁদের শুভেচ্ছা জানাবেন? রইল তার কিছু উদাহরণ- (Christmas Day Wishes)
১. মেরি ক্রিসমাস। প্রার্থনা করি আজকের এই বিশেষ দিনে তোমার এবং তোমার পরিবার হাসি খুশি এবং আনন্দে থাকো। তার সঙ্গে নতুন বছরেরও আগাম শুভেচ্ছা।
২. বাচ্চারা যেমন বড়দিনের সকাল হওয়ার আনন্দে থাকে, তেমনই প্রার্থনা করি তুমিও এমন আনন্দ সারাজীবন পাও।
৩. বড়দিনের আনন্দে তোমার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা এক নিমেষে দূর হয়ে যাক। এই প্রার্থনাই করি।
আরও পড়ুন - Christmas 2021 Cake Recipes : নিরামিষাশী? তাহলে বড়দিনে বানিয়ে ফেলুন ডিম ছাড়া কেক
৪. প্রার্থনা করি খুশি, আনন্দ এবং অসাধারণ কিছু স্মৃতি জড়িয়ে থাকুক তোমার সঙ্গে এই বড়দিনের শুভ মুহূর্তে।
৫. মেরি ক্রিসমাস। তোমার সমস্ত মনকামনা পূরণ হোক, এই কামনা করি।
৬. প্রার্থনা করি ঈশ্বর তোমায় সারাজীবন সুখে রাখুন খুশিতে ভরিয়ে রাখুন। পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে সুখে থাকো।
৭. ছুটির মুহূর্ত শুরু হয়ে গেল। খুল আনন্দ এবং হাসি খুশি মজায় সময়টা কাটাও। মেরি ক্রিসমাস।
৮. মেরি ক্রিসমাস। নতুন বছর আসছে। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভ কামনা রইল তোমার জন্য।
৯. মেরি ক্রিসমাস। উপহারস্বরূপ ভালোবাসা, শান্তিস আনন্দ প্রার্থনা করি। কামনা করি সান্তাক্লজ যেন তোমাকে সমস্ত আনন্দ মোজায় ভরে দেন।
১০. উতসবের মরসুমে এভাবেই খুশিতে থাকো। এই প্রার্থনাই করি। মেরি ক্রিসমাস।