সৌভিক মজুমদার, কলকাতা: 'সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি', সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যুর মামলায় নির্দেশ হাইকোর্টের।


আর কী কী নির্দেশ:
আপাতত মামলার তদন্ত চালাতে পারবে সিআইডি, কিন্তু পদক্ষেপ নয়, সিআইডি-র তদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিআইডি। অভিযোগপত্র লেখার ক্ষেত্রে লালন শেখের স্ত্রীকে কেউ সাহায্য করে থাকতে পারেন। লালন শেখের স্ত্রীকে মামলায় পার্টি করার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতির। 


'কিছু মামলায় রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অসহযোগিতা করার, বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার মামলাও বিচারাধীন, মন্তব্য বিচারপতির। শরীরে আঘাতের কিছু চিহ্ন আছে, ময়না তদন্তের রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতির।


সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ;
'অনুব্রত মণ্ডলের মামলার তদন্তকারীদের ফাঁসানো হচ্ছে। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে গরুপাচার মামলার তদন্তকারী আধিকারিকদের। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য, স্বরূপ দে-কে।' রাজ্যের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের। আদালতের নির্দেশ-নজরদারিতে তদন্ত করছি, কোর্টে জানাল সিবিআই। 'লালন শেখের মৃত্যুর তদন্ত রাজ্যের বাইরের কোনও সংস্থার হাতে দেওয়া হোক', রাজ্য যেন এই মামলায় কোন পদক্ষেপ করতে না পারে, কোর্টে আবেদন সিবিআইয়ের। 'ঘটনার দিন সকালে লালন শেখের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। শরীরে আঘাতের চিহ্ন ছিল না, ওই দিনই আত্মীয়দের বাড়িতে তল্লাশিতে নিয়ে যাওয়া হয়। তল্লাশি চালানোর সময় অসুবিধায় পড়ে সিবিআই, ফিরিয়ে আনা হয় লালনকে। লালন স্নান করতে চান, শুধুমাত্র অন্তর্বাস, গামছা দিয়ে বাথরুমে পাঠানো হয়। সেখানেই তিনি আত্মহত্যা করেন।' সমস্ত নিয়ম মেনে সঙ্গে সঙ্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়, সওয়াল সিবিআইয়ের।

রাজ্যের সওয়াল:
'আত্মহত্যা হলে তদন্তে সেটাই প্রমাণিত হবে, তদন্ত রাজ্যের বাইরে কেন যাবে? আশঙ্কার ভিত্তিতে মামলা। রাজ্যের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ', পাল্টা সওয়াল রাজ্যের


ইতিমধ্য়েই সিআইডি-র আইজি (২) সুনীল চৌধুরী পৌঁছেছেন রামপুরহাটে সিবিআই ক্যাম্পে। ময়নাতদন্তের পর লালনের দেহ নিয়ে সিবিআইয়ের ক্যাম্প অফিসে গেল পরিবার। সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনে ধর্নায় লালনের পরিবার। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় লালনের পরিবারের। পুলিশের হস্তক্ষেপে বগটুইতে নিয়ে যাওয়া হয় লালনের মৃতদেহ। পুলিশের ঘেরাটোপে লালন শেখের শেষকৃত্য সম্পন্ন হয়।  লালন শেখ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হবে আগামীকাল, জানালেন প্রধান বিচারপতি।


আরও পড়ুন: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ হাইকোর্টের