রঞ্জিত হালদার, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা: ফের পোশাক ফতোয়া নিয়ে বিতর্কে জড়াল রাজপুর-সোনারপুর পুরসভা। এবার হাফ প্যান্ট পরে যাওয়ায় টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহীতাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। যদিও পুর কর্তৃপক্ষ দাবি করেছেন ভুল বোঝাবুঝির ফলেই এই বিভ্রাট সৃষ্টি হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রথমে রাজপুর-সোনারপুর পুরসভা, এরপর কসবা থানা, তারপর ফের রাজপুর-সোনারপুর পুরসভা। একই পোশাক-ফতোয়া নিয়ে ফের বিতর্ক তৈরি। এবার পোশাক ফতোয়া টিকাকরণেও। তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার অফিসেই তৈরি হয়েছে টিকাকরণ কেন্দ্র। সেখানে এক নির্দেশিকায় লেখা, 'অফিস চত্বরে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ। আদেশানুসারে রাজপুর-সোনারপুর পুরসভা।'
শুক্রবার মাকে নিয়ে সেখানে করোনার টিকার প্রথম ডোজ নিতে যান সোনারপুরের বাসিন্দা এক যুবক। অভিযোগ, হাফ প্যান্ট পরে থাকায় ভ্যাকসিন না দিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ জানতে চাওয়ায় নোটিস দেখিয়ে তাঁকে কটূক্তিও করা হয় বলেও অভিযোগ। শীর্ষনাথ পণ্ডিত নামে ওই অভিযোগকারী ভ্যাকসিন গ্রহীতার বক্তব্য, 'আমাকে বলা হয় হাফ প্যান্ট পরে ভিতরে ঢোকা যাবে না। কারণ জিজ্ঞেস করায় ভিতরে নিয়ে গিয়ে নির্দেশিকা দেখায়। এরপর কটূক্তি করে আমাকে ফিরিয়ে দেয়।'
যদিও রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাসের দাবি, 'ওই নির্দেশিকার সঙ্গে ভ্যাকসিনেশনের কোনও সম্পর্ক নেই। যদি কেউ বারণ করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন।'
ভ্যাকসিনেশন সেন্টারে এই পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, 'ভ্যাকসিনের জন্য ড্রেস কোড রয়েছে কি না, জানা নেই। হয়তো কাটমানি পায়নি তাই এমন ঘটনা ঘটেছে।'
অন্যদিকে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য়, 'কেউ স্যুট পরে আসলেও টিকা পাবে। ভ্যাকসিনের কোনও ড্রেস কোড নেই। সবাই টিকা পাবে।'
পুরসভার পোশাক ফতোয়া নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বামেরাও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, 'কী পোশাক পরে ভ্যাকসিন নেবে সেটা পুরসভা ঠিক করে দিতে পারে না।'
মাসদুয়েক আগেও অশোভন বা দৃষ্টিকটু পোশাক পরে পুরসভায় ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি করে বিতর্কে জড়ায় রাজপুর-সোনারপুর পুরসভা। হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় দুই যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে কসবা থানার বিরুদ্ধেও। সেই সব ঘটনার রেশ কাটার আগেই এবার টিকাকরণ কেন্দ্রে পোশাক-ফতোয়া নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।