কলকাতা:  দেশের একাধিক রাজ্যে বাংলা থেকে যাওয়া অসংখ্য পরিযায়ী শ্রমিককে সমস্যায় পড়ে হয়েছে। কেউ হয়েছেন 'আটক।' কেউ বা 'চরম হেনস্থা' বলে অভিযোগ উঠে এসেছে। কাজ হারিয়েছেন বহু পরিযায়ী বঙ্গ সন্তান। এদিকে এহেন পরিস্থিতির মাঝেই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, আর জি কর আন্দোলনে যুক্ত ৬ জুনিয়র ডাক্তারকে পুলিশের নোটিস, বউবাজার থানায় এল অভয়ার পরিবার

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যে পোর্টাল আছে, তা অনুযায়ী, আমাদের এখানে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু বাংলার বাইরেও অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে। কিন্তু আমি এটা বলব, যারা ফিরে আসছেন, এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য রাজ্যে কাজ করেন, তাঁরা যারা অসহায় অবস্থায় রয়েছেন,অত্যাচারিত হয়ে ফিরে আসছেন। ভাষা সন্ত্রাসকে কেন্দ্রকে করে তাঁদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। কাজেই এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, তাঁদের বাড়ি ফিরিয়ে এনে, তাঁদের পুনর্বাসনের জন্য আমরা একটি পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি, শ্রমশ্রী।'

শ্রমশ্রী প্রকল্প কেন করছি ? নিজেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'তার কারণ হচ্ছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য, যারা ফিরে আসবেন, এককালীন ভ্রমণ সহায়তা সহ, আমরা ৫ হাজার টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা, ফিরে (পরিযায়ী শ্রমিক) আসার পর, নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি, প্রতিমাসে তাঁদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে। উৎকর্ষ প্রকল্প আছে। দক্ষতা থাকলে তাদের বিভিন্ন কাজে ঢোকাব। এই কর্মশ্রী প্রকল্প। এদেরকেও জব কার্ড দেব। ৯১ কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে।এছাড়াও আমাদের এখানে নানা লোন প্রকল্প আছে।এসসি এসটি ওবিসিদের লোন দেয় উদীয়মান স্বনির্ভর প্রকল্পে তারা প্রথমে পরিযায়ীদের টাকা দেব, খাদ্যসাথী কার্ড বানিয়ে দেব, হাতে সঙ্গে সঙ্গে কার্ড. স্বাস্থসাথী কার্ড। বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলেমেয়েদের স্থানীয় স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেব। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা আসল উদ্দেশ্য। নানান স্কলারশিপের সুবিধা পাবেন। বাংলার ২২লক্ষ পরিযায়ী শ্রমিক এই সুবিধা পাবেন যারা পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। অনেকে আছেন যারা নাম নথিভুক্ত করেননি, তারা নাম তুলতে পারেন। এটা শুধুমাত্র বাংলার পরিযায়ীদের জন্য। লেবার ডিপার্টমেন্ট নোডাল ডিপার্টমেন্ট হিসেবে এটা সিএস মনিটরিং করবে।'