মুর্শিদাবাদ: ' স্মার্ট ফোন দেওয়া হবে এদের..',মুর্শিদাবাদে গিয়ে বড় ঘোষণা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা জানেন , আজকে ক্লাস ইলেভেনে উঠলেই, স্মার্টফোন পান। ১০ হাজার টাকা করে দেওয়া হয়, স্মার্ট ফোন কেনার জন্য। কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্ট ফোন থাকলে, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে, নিজেদের তৈরি করতে পারে। আজকে মা-বোনেরা, আজকে যেমন আশা কর্মীদের ফোন দেওয়া হয়েছে। ICDS-কে যদি না দেওয়া হয়ে থাকে, তাঁদেরকেও করে দেওয়া উচিত। ..যারা পাননি, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন' , বলেন মমতা।


এদিন বিরোধীদের নিশানা করে মমতা বলেন, আজকে আমরা যা করি, তোমরা কাল তা কর। আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না। আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি। আগামীদিন আরও করব।  বেশি করে করব। ভাল করে করব। মনে রাখবেন, যাতে আমার মা বোনে রা, আমার ছাত্র ছাত্রীরা, কারও কাছে ভিক্ষা চাইতে না যায়। আগে ছাত্র ছাত্রীরা একটা সাইকেল পেতে। কান্নাকাটি করতে, যে কত দূরে স্কুলে যেতে হয় ! তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে। সাইকেলে করে গল্প করে যেতে কত ভাল লাগে। আমাদের আফশোস হয়, আমরা যখন ছোট ছিলাম, শুধু মামার একটা সাইকেল ছিল। আমাদের কারও ছিল না।'


আরও পড়ুন, '১২দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী.. ', RG কর মামলার রায়ের দিনে বাসন্তীতে 'ধর্ষণ করে খুন' !