আশাবুল হোসেন, কলকাতা: 'বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়', লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আশ্বাস,  'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না।' কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয় বলেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Investment in West Bengal)।  নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।


মমতা এদিন বলেন, 'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না।' নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না'। শিল্পের জন্য জমি কোনও সমস্যা হবে না বলেও বার্তা দেন তিনি। তাঁর আশ্বাস, 'শিল্পে সমস্যা হবে না জমি, চাইলেই পাওয়া যাবে, আছে ল্যান্ড ব্যাঙ্ক।' খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। 


প্রতিবছর বাংলায় বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু ভোটের জন্য ৩ মাস নষ্ট হওয়ায় এই বছর আর বাণিজ্য সম্মেলন হবে না। ২০২৪ সালের বদলে পরবর্তী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে ২০২৫-এ, শিল্প বৈঠকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের, খবর সূত্রের।


শিল্পায়নের বার্তা দেওয়ার পাশাপাশি, রাজ্যের আইন-প্রশাসন ব্যবস্থা ভাল বলেও তুলে ধরেন তিনি। কোনও ফাইল আটকে রাখা যাবে না, দ্রুত ফাইল কার্যকরী করতে হবে। পরিকাঠামোগত উন্নয়নেও রাজ্য সাহায্য করবে। রাজ্যের পাঁচটি অর্থনৈতিক করিডর তৈরি করা হবে পরিকাঠামোগত উন্নয়নের জন্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি বিশেষ প্রদর্শনী চলবে।


অনেকসময় অনেক শিল্প-কারখানায় জোরজুলুমের ঘটনা ঘটে। কোথাও গা-জোয়ারির চেষ্টা করা হয়। নানা সময় ব্যবসায়ীদের তরফ থেকে নানারকম অভিযোগ তোলা হয়। সেই বিষয়টি মাথায় রেখেই এবার মুখ্যমন্ত্রীর আশ্বাস, শিল্প-কারখানায় কেউ গোলমাল করলে কোনও ছাড় দেওয়া হবে না। বিনিয়োগের ক্ষেত্রে বাধা দিলেও কড়া হাতে মোকাবিলা করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।


কী বলছে সিপিআইএম?
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'রাজ্যের মুখ্যমন্ত্রীর ১৩ বছর হয়ে গেল। এখনও ওঁকে বলতে হচ্ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। অর্থাৎ কেউ বিনিয়োগ করার সাহস পাচ্ছেন না এটা উনি বুঝে গিয়েছেন। তাই ওঁকে এখন এসব বলতে হচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গে বিনিয়োগ হোক। উনি তো কতবার শিল্প সম্মেলন করেছেন, সেভাবে তো বিনিয়োগ হল না। পশ্চিমবঙ্গে পরিকাঠামোর যা অবস্থা হয়েছে, আইনের শাসন নেই তাই কেউ সাহস পাচ্ছে না।' তাঁর আরও দাবি, শাসক দলের তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিনিয়োগ আনার জন্য।


আরও পড়ুন: মোদিকে Skullcap পরতে দেখতে চান নাসিরউদ্দিন! কেন? খোলসা করলেন নিজেই