কলকাতা: তৃতীয় দফায় প্রধানমন্ত্রী (PM of India) হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এবার একটি 'রেকর্ড' করেছে মোদির ৭১ জনের মন্ত্রিসভা। স্বাধীনতার পরে ভারতের ইতিহাসে এবারই প্রথম এমন হয়েছে যেখানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও ইসলাম ধর্মাবলম্বী (No muslim face in Cabinet) নেই। যেখানে ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু গোষ্ঠী মুসলমান সম্প্রদায়ের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোদি-বিরোধী হিসেবে পরিচিত অভিনেতা নাসিরউদ্দিন শাহ। 


একটি সাক্ষাৎকারে তাঁকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah) বলেন, 'এটা খুবই হতাশাজনক কিন্তু অবাক হওয়ার মতো নয়।' বিষয়টি নিয়ে বলতে গিয়ে মুসলমানদের প্রতি বিজেপির মনোভাবের কথাও তুলে এনেছেন তিনি। মুসলমানদের প্রতি ঘৃণা মনের গভীরে ঢুকে রয়েছে বলে জানান তিনি। 


ওই সাক্ষাৎকারে আরও একাধিক বিষয় নিয়ে মোদিকে নিশানা করেছে নাসিরউদ্দিন শাহ। বিভিন্ন অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে মাথায় নানা ধরনে টুপি বা পাগড়ি (headgear) পরতে দেখা গিয়েছে। সেই প্রসঙ্গ তুলে নাসিরউদ্দিন শাহ বলেন, 'মোদির মনে হয় টুপিজাতীয় বিষয়টি পছন্দ। আমি দেখতে চাই একদিন মোদি নমাজের টুপি (Skullcap) পরুন। শুধু সেটা করলেই একটা ভাল পদক্ষেপ হবে।' এই বিষয়টির সঙ্গে জুড়েই ২০১১ সালের একটি ঘটনার কথা তুলেছেন নাসিরউদ্দিন শাহ। সেই সময় একটি অনুষ্ঠানে মৌলবিরা মোদিকে Skullcap দিলেও তিনি তা পড়তে চাননি। কিন্তু কেন এই কথা বললেন নাসিরউদ্দিন? তাঁর মতে, মোদি skullcap পরলে বার্তা যাবে যে 'আমি তোমাদের থেকে আলাদা নই। তুমি আর আমি একই দেশের নাগরিক। তোমার প্রতি আমার কোনও বিদ্বেষ নেই।' মোদি এমন কাজ করলে এই দেশের মুসলমানদের এই বার্তা দিলেই তা অনেক বড় একটা কাজ হবে।  তাঁর মতে, নরেন্দ্র মোদি এতদিন নিজেকে অজেয় ভাবতেন, মনে করতেন তিনি যা মনে করেন সেটাই ঠিক-এই নির্বাচন তা ভুল প্রমাণ করেছেন বলে মত তাঁর।   
  
এই দেশের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বাকি সব আলোচনার থেকেও শিক্ষা,আধুনিক বিজ্ঞানে বেশি মনোনিবেশ করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। হিজাব বা সানিয়া মির্জার স্কার্টের দৈর্ঘ্যের থেকেও আধুনিক শিক্ষা, আধুনিক বিজ্ঞান নিয়ে ভাবা বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:  দিল্লি গেল বাঁকুড়ার আম্রপালি-মল্লিকা! ঝুলিতে রয়েছে মিয়াজাকিও