কলকাতা: তাঁর মনকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এক অন্ধ বাউলের গানের সুর। ভুলে গিয়েছিলেন, তিনি পরীক্ষা দিতে যাচ্ছেন। কোচবিহারের ব্রাহ্মণ পরিবারের সেই মেয়ের জীবন বদলে দিয়েছিলেন এক অন্ধ বাউল, শান্তিনিকেতন এক্সপ্রেস আর বাউল গান। সেই বাউল গানকে আঁকড়ে ধরেই তিনি কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন জীবনটা। তিনি পার্বতী বাউল (Parvathy Baul)। এই নামেই তিনি এখন সকলের কাছে পরিচিত। কিন্তু কেমন ছিল তাঁর সফর? জানেন, এই পার্বতী বাউলের আসল নাম কী ছিল? কী ছিল তাঁর গোড়ার কথা? 


অনেকেই হয়তো জানেন না, পার্বতী বাউলের আসল নাম মৌসুমী পারিয়াল। বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল রেলে চাকরি করতেন। ছোটবেলায় কেমন ছিলেন তিনি? সম্প্রতি এসভিএফ (SVF)-এর প্রযোজনায় পার্বতী বাউলের বায়োপিক নিয়ে কাজ হচ্ছে। সেখানেই পার্বতী বাউলকে বলতে শোনা গেল, 'ছোটবেলায় আমি ভীষণ দুষ্টু ছিলাম। কারও কথা শুনতাম না। কিন্তু মানুষের সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করতাম।' ছোটবেলা থেকে অবশ্য বাউল গানের ওপর তেমন আকর্ষণ অনুভব করতে না মৌসুমী ওরফে পার্বতী। তাঁকে প্রথম ছুঁয়ে গিয়েছিল এক অন্ধ বাউলের গান। 


একাধিক সাক্ষাৎকারে জীবনের এই অধ্যায়ের কথা বলেছেন পার্বতী বাউল। সেই সময়ে, শান্তিনিকেতনে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন কিশোরী মৌসুমী পারিয়াল। সেই সময়ে ট্রেনে এক অন্ধ বাউলের গান তাঁর মন ছুঁয়ে যায়। তাঁর মনে হচ্ছিল, এই গান তাঁর মনকে যে কোন দূরদূরান্তে নিয়ে যাচ্ছে। শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে তিনি ভিজ্যুয়াল আর্টের শিক্ষা নেন। পাশাপাশি কখনও নিজের অন্তরে মরে যেতে দেননি বাউল গানের ওপর তাঁর ভালবাসাকে। ভিজ্যুয়াল আর্টের পাশাপাশি পার্বতী শেখেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও কত্থক নৃত্য। 


শান্তিনিকেতনে ভিজ্যুয়াল আর্ট নিয়ে পড়ার সময় তাঁর সুযোগ হয়, বাউলদের স্কেচ করতে গিয়ে তাঁর সম্পর্ক হয়ে ওঠে নিবিড়। বাউলদের সঙ্গে, বাউল সঙ্গীতের সঙ্গে। গুরু-মা ফুলমালা দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাঁইয়ের সঙ্গ লাভ করেন মৌসুমী। বছরের পর বছর, বিভিন্ন বাউলের সঙ্গে থেকে গান শেখেন মৌসুমী। হয়ে ওঠেন পাবর্তী বাউল। তবে তাঁর নাম কেবল পার্বতী বাউল নয়, তিনি হয়ে ওঠেন গুরু মা। পার্বতীর কথায়, 'মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা এক উত্তরণের গল্প'। বাউল সঙ্গীতকে দেশে বিদেশে সফলভাবে ছড়িয়ে দিতে পেরেছিলেন পার্বতী বাউল। তাঁর গানে আজও মুগ্ধ আট থেকে আশি। 


আরও পড়ুন: Sourav Ganguly: পর্দায় ফেলুদা হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়! এবার কোন রহস্য?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।