কলকাতা: 'করোনা চিকিৎসায় ৩২ হাজারের বেশি বেড তৈরি আছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজারের কিছু বেশি মানুষ। কন্টেনমেন্ট জোন রয়েছে ৪০৩টি।' বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ খারাপ হচ্ছে কোভিড পরিস্থিতি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছেন সকলকেই। পাশাপাশি এও জানিয়েছেন ‘গত ৭-৮ দিনের মধ্যে ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।’ হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজারের কিছু বেশি মানুষ। উল্লেখ্য, লাগামহীন কোভিড সংক্রমণ মোকাবিলায় ইতিমধ্যেই ১৯৪টি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মমতা।
কোভিড সতর্কতায় আর কী বললেন মুখ্যমন্ত্রী
- করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি
- আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে
- ৩ দিন জ্বর থাকছে, ৭ দিন আইসোলেশনে থাকতে বলেছে কেন্দ্র
- একটা বিমানে একজনের থেকে অন্যরা আক্রান্ত হয়েছেন
- প্রয়োজন ছাড়াই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে
- মাস্ক অবশ্যই পরুন, ছেলেরা মাথায় ক্যাপ পরুন
- মহিলারা চুল ঢেকে রাখুন, ভয় পাবেন না
- ৭-৮ দিনের মধ্যে ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন
- পুলিসের কয়েকজন উচ্চপদস্থ কর্তাও আক্রান্ত হয়েছেন
- খুব প্রয়োজন থাকলে তবেই বাইরে বেরোবেন
- এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে
- বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন
- সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন
- প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না
- মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক কালীঘাটের বাড়ি থেকে করব
- রাজ্যে ১০ কোটি ৭৭ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে
- ৪০ শতাংশ মানুষ এখনও দ্বিতীয় ডোজ নেননি
- ২৩.১৭ শতাংশ পজিটিভিটি রেট বেড়েছে
- কন্টেনমেন্ট জোন রয়েছে ৪০৩টি
- ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন