মেদিনীপুর সদর : তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । মঙ্গলবার তিনি পশ্চিম মেদিনীপুর ( West  জেলার প্রশাসনিক বৈঠক করেন। খড়গপুরের প্রশাসনিক কর্তাদের তিনি বিশেষ ভাবে সতর্ক করেন। আইসি-র সঙ্গে সরাসরি কথোপকথনে তিনি এলাকার সুরক্ষা নিয়ে নানাবিধ প্রশ্ন করেন। অস্ত্র আসছে কিনা দেখতে ট্রেনে নাকা চেকিংয়ের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।



সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে কিনা জিগ্যেস করেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, আপনি এলাকায় ভ্যান নিয়ে ঘোরেন? নাকা চেকিং করেন? আপনার সিসিটিভি কটা জায়গায় আছে?
তিনি জানান, ১০টা জায়গায় নাকা চেকিং চলছে অপরাধীদের ধরতে। এলাকায় মোট ১০৪টা সিসিটিভি আছে। আরও কিছু সিসিটিভি লাগানোর পরিকল্পনা আছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী এরপর জানতে চান, সিসিটিভিগুলি অ্যাক্টিভ তো ? তিনি আরও জানতে চান, আরও সিসিটিভির প্রয়োজন কি না ! সেই সঙ্গে জানিয়ে দেন, প্রয়োজনে আরও সিসিটিভির ব্যবস্থা করা হবে। 

আরও পড়ুন :


অভিষেক-রুজিরাকে আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের



মুখ্যমন্ত্রী বলেন, '  খড়গপুর খুব স্পর্শকাতর এলাকা। আর বর্ডার এরিয়ায় সমস্যা হচ্ছে, বাইরে থেকে আসছে। ২ হাজার টাকা করে বন্দুক কিনে আসছে। আর একটা করে গুলি চালিয়ে দিয়ে খবর হয়ে পালিয়ে যাচ্ছে। এটা ইদানীং হঠাৎ করে বেড়েছে। কারণ বিহারে বন্দুক তৈরির কারখানা আছে। ঝাড়খণ্ড বর্ডার আছে। এসব করে বেড়ায়। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন ধরেছিলাম কারখানাটা।  তোমাদের নজর রাখতে হবে রেলে আসছে কি না? খড়গপুর বড় রেল স্টেশন ।নাকা চেকিং ট্রেনেও তোমরা মাঝে মাঝে করবে। তুমি তো বুঝতে পারবে না, উপরে পালং শাক নিচে বন্দুক। ' 


এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে শোনা  যায় পিডব্লুডি-র (PWD) সমালোচনা। তিনি বলেন, পিডব্লুডি-র এত চাহিদা কেন? কাজ করাতে এত খরচ কেন?’ প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ঝাড়গ্রামে দুটি কর্মসূচি। প্রথমে বুথস্তরের কর্মিসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়