কলকাতা: কংগ্রেসের পর তৃণমূল, সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি। সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ।  তিনি পোস্ট করে বলেছেন, 'বর্তমান সংঘাত, এবং তার কী অগ্রগতি, জানুক দেশবাসী। অন্য কারও আগে জানার অধিকার দেশের মানুষের'। বিশেষ প্রতিনিধিদল ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের সওয়াল।'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল'। সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তেরও প্রশংসায় তৃণমূলনেত্রী। জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রিপোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, ব্র্যান্ড নেম জাল, ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল ১৯৮টি ট্যাবলেট !

কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না? কেন প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টার ব্য়াখ্য়া করছেন না প্রধানমন্ত্রী? পহেলগাঁওকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করা নিয়ে দেশজুড়ে জোরালো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এবার একই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পাল্টা বিরোধী দলনেতার প্রশ্ন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না মুখ্যমন্ত্রী?  সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে এদিন পোস্টের শেষে মমতা বন্দ্য়োপাধ্য়ায় লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সাম্প্রতিক সংঘাত ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার অধিকার অন্য কারও আগে সর্বাগ্রে রয়েছে এই দেশের জনগণের।" তৃণমূলনেত্রীর এই পোস্টকে শেয়ার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা তার পাল্টা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া! এরপর পাকিস্তানের হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের মধ্য়ভাগে একের পর বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানা। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারত-পাকিস্তানের মধ্য়ে যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছেন, তা নিয়ে দেশজুড়ে এখন জোরাল প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।আমেরিকার প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প বলেন, 'পাকিস্তান এবং ভারতের সঙ্গে আমরা যা করেছি তা যদি একবার দেখেন, আমরা পুরো বিষয়টির নিষ্পত্তি করেছি।'

এই আবহে ইতিমধ্য়েই সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য় দুবার নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী।একই দাবিতে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।আর এবার সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও।শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের সব সিদ্ধান্তের পাশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দৃঢ়ভাবে পাশে আছে, সেটা আমি বারবারই বলেছি। তারপরই তিনি বলেছেন, প্রতিনিধি দলগুলি নিরাপদে দেশে ফেরার পর, সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি।