কলকাতা: ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রাজ্যকে না জানিয়ে জল ছে়ড়েছে ডিভিসি। লক্ষ্মীপুজোর পরেই বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল, সূত্রের খবর। ডিভিসির অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস, সূত্রের খবর। জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্রের ষড়যন্ত্র, মত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।

আরও পড়ুন, পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃতের আরও কীর্তি ফাঁস, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ! 'অভিযুক্ত জাহির আব্বাস খান নিয়মিত অত্যাচার-শোষণ করত..'

ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে ১,৫০,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ বন্যায় প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পূজায় ব্যস্ত থাকে। তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য, আমরা প্রতিবাদ জানাই।'

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই জল ছাড়ল DVC. DVC জল ছাড়ায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে জল ছাড়ছে DVC। সকাল ১১টা থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC. ৬৫ হাজার কিউসেক হারে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে, জানাল ডিভিসি। মাইথন জলাধার থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে , জানিয়েছে ডিভিসি ।পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ২৭ হাজার ৫০০ কিউসেক, জানাল ডিভিসি।'না জানিয়ে জল ছাড়ছে, বাংলাকে ডোবানোর চেষ্টা', DVC-কে আক্রমণ রাজ্য প্রশাসনের।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)