কলকাতা: ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। সিএজির রিপোর্ট (CAG Report) নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএজি রিপোর্টকে মিথ্যে বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী।


কী অভিযোগ চিঠিতে?
সিএজির রিপোর্টে মিথ্যাচার করা হয়েছে, মোদিকে (Narendra Modi)  চিঠি দিয়ে অভিযোগ মমতার। সেখানে অভিযোগ করা হয়েছে, 'রাজ্যের কাছ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট মেলেনি বলে উল্লেখ রয়েছে সিএজির রিপোর্টে। কিন্তু রাজ্য সরকার সঠিক সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে।'


'বঞ্চনা' বনাম 'দুর্নীতি', 'বকেয়া' বনাম 'আর্থিক খতিয়ান'- এই রাস্তাতেই চলছে রাজ্য-রাজনীতির তরজা। লোকসভা ভোটের আগে, কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া-বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে যখন আন্দোলন জোরদার করতে তৎপর তৃণমূল। তখন পাল্টা, তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান দিতে CAG-এর রিপোর্টকে অস্ত্র করছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'CAG যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নের উত্তর চাই। বাংলার মানুষ চায় তো। CAG তো একটি নিরপেক্ষ সংস্থা। কেন্দ্রের যে ফান্ড যায়, তার অডিট করে। সে যে প্রশ্নগুলো তুলেছে, সে তো সাংবিধানিক বিষয়ের সংস্থা। তার তোলা প্রশ্ন। তার উত্তর দিতে হবে তো।'


এরইমধ্য়ে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সংক্ষেপে CAG রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্য়মন্ত্রী। চিঠিতে অভিযোগ করা হয়েছে , সঠিক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও, তা মেলেনি বলে রিপোর্টে উল্লেখ করেছে CAG।  বিষয়টি নিয়ে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'CAG বলেছে কী যেন বেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রধানমন্ত্রীকে লিখেছি, CAG যে কথাটাই জানে না, সেটা লিখেছি। বলছে ২০০৩ সাল থেকে। ২০০৩ সালে থোড়াই আমরা ছিলাম? প্রত্য়েকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্য়ে কথা। ওরা যে ২ লক্ষ কোটি টাকার কথা বলছে, CAG রিপোর্ট দেখুন, পুরো মিথ্য়ে কথা। CAG-এর কাছে কোনও ইনফরমেশনই নেই, কী লিখতে হবে, কী হবে না।'


বিষয়টি নিয়ে তোপ দেগেছে সিপিএম:
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'হিসাব দেয়নি রাজ্য় সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার ব্য়বস্থা নেয়নি কেন? রাজ্য় সরকার পাওনা কী শ্বেতপত্র প্রকাশ করছে না। দিল্লির সরকার হিসাব দিচ্ছে না কোথায়, তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না। কার্যত একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্য়ে চলছে।' 


আরও পড়ুন:'বসন্তের কোকিল ফটোশ্যুট করছে', নাম না করে রাহুলকে নিশানা?