কলকাতা: হঠাৎ আধার কার্ড 'বাতিল' (Aadhaar Card Cancel) চিঠি রাজ্যের একাধিক জায়গায়। দ্রুত প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) হস্তক্ষেপ চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। আধার কার্ড বাতিলে রাজ্যে বিশৃঙ্খলার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

আধার বাতিল নিয়ে চিঠি: লোকসভা ভোটের (Loksabaha Election 2024) মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিলে সমস্যা। গায়ের জোরে মতুয়া-নমঃশুদ্রদের কার্ড বাতিল চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির কপি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, 'রাজ্যের তফশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আধার কার্ড বাতিল নিয়ে তীব্র নিন্দা করছি। রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই একতরফাবভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার চক্রান্ত। আমরা সবাই ভারতের নাগরিক। আধার কার্ড থাকুক বা না থাকুক এরাজ্যের প্রত্যেক বাসিন্দা রাজ্য সরকারের সব প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন।' 


 






জামালপুর, কাঁকসা, কৃষ্ণগঞ্জের পর নাকাশিপাড়াতেও একাধিক ব্যক্তি আধার কার্ড 'বাতিল' বলে চিঠি এসেছে বাড়ি বাড়ি। চিঠিতে লেখা হয়েছে, আপনার আধার নিষ্ক্রিয় করা হল। তার কারণ হিসেবে চিঠিতে লেখা হয়েছে, ভারতবর্ষে থাকতে গেলে যা যা নিয়ম মেনে চলা প্রয়োজন, তা পূরণ করা হয়নি। আর এই আধার বাতিল নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার অভিযোগ জানাতে এবার পোর্টাল খুলছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সব জেলায় ইচ্ছেমতো আধার কার্ড বাতিল করে দিচ্ছে।সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা করার আমরা করব।আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা।আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ