কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Update) ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালির একাংশে টানা ১৪৪ ধারা। আর এই ইস্যুতে হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আগামী ৭ দিনের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের: গত ৯ ফেব্রুয়ারি রাতে সন্দেশখালিজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। বসিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের সবটা জুড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এরপরই ১৪৪ ধারা খারিজ করে দেয় আদালত। এলাকা চিহ্নিত করে বাছাই করা জায়গায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। গত ১৩ ফেব্রুয়ারি সন্দেশখালি ২ নম্বর ব্লকেরই ৭টি গ্রাম পঞ্চায়েতের ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বলা হয়, ১৯টি জায়গায় ৫০০ মিটার এলাকাজুড়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। গতকাল, রবিবার সংশ্লিষ্ট ১৯ জায়গার মধ্যে ৪টি এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। যার মধ্যে ছিল, সন্দেশখালির মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বেরমজুর ২ গ্রাম পঞ্চায়েতের আতাপুর ও পুলেপাড়া। আর এবার ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
এদিন এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর আবেদনে সাড়া দিয়ে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এদিন বিচারপতি নির্দেশ দেন, 'এবার শুভেন্দুর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। পুলিশকে সফর সূচি জানাতে হবে শুভেন্দু অধিকারীকে।' কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ না দিয়েও রাজ্যকে কড়া বার্তা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, 'নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্য সরকারকে।' ১৪৪ ধারা নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রশ্ন করেন,'৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা, আমরা কি কাশ্মীরে আছি?' শুভেন্দু অধিকারীর আবেদনের পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, 'যিনি সারাজীবন যাননি, তিনি শুধুমাত্র ১৪৪ ধারা জারি বলেই যেতে চাইছেন?'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Chaos: এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের