সৌভিক মজুমদার, কলকাতা : এজলাসে ওঠা একাধিক মামলা ঘিরে তাঁর পর্যবেক্ষণ, নির্দেশের জেরে বারবার অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার। যদিও রাজ্যের প্রশাসিক প্রধানই নাকি প্রশংসা করেছেন তাঁর কাজের। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এজলাসের বসেই এমন তথ্য সামনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। মুখ্যমন্ত্রী তাঁর কাজে খুশি বলেই তাঁকে জানিয়েছেন বলেই মন্তব্য মাননীয় বিচারপতির।
'আপনি আপনার মতো চালিয়ে যান'
‘আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী’, ভরা এজলাসে এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি জানান, ‘নিউ সেক্রেটারিয়েটে অনুষ্ঠানের দিন মুখোমুখি হলে আমাকে একথা বলেন মুখ্যমন্ত্রী’। প্রসঙ্গত, কিছুদিন আগেই নব মহাকরণের অ্যানেক্স বিল্ডিং কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করেছে রাজ্য সরকার। যে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান শেষের পর ব্যক্তিগত স্তরে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে তাঁর কী কথা হয়েছে, সেটাই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
কলকাতা হাইকোর্টে শুনানির মাঝে এদিন ফের বিস্ফোরক বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আড়াই বছরে অনেক রায় দিয়েছি, দেড় বছর কোর্ট বন্ধ ছিল। অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে, খোঁজ নিন’। পাশাপাশি তাঁর সংযোজন, ‘আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা নিয়ে মাতামাতি করি! আমি দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি’। পাশাপাশি শিক্ষক নিয়োগ মামলার মাঝে যেদিন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে হাইকোর্টে ডেকে পাঠানো হয়েছিল, সেদিন একাংশ তাঁকে লক্ষ্য করে কিছু ছুড়ে মারতে পারে আশঙ্কা করেই সেদিনের শুনানির ভিডিওগ্রাফি করার কথা তিনি জানিয়েছিলেন বলেই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
"আমিও আইনজীবী'
কলকাতা হাইকোর্টকে নব মহাকরণের অ্যানেক্স বিল্ডিং হস্তান্তরের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘জাস্টিস একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়। মানুষ বিচার না পেলে আদালতের দ্বারস্থ হয়’। বিচারপতিদের কাছে বকেয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আবেদন রাখেন তিনি। বক্তব্যের শেষদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমিও আইনজীবী। মানবাধিকার সংক্রান্ত একাধিক কেসে আগে লড়েছি। যে কোনও কেসে প্রয়োজনে এখনও প্র্যাকটিসের জন্য কোর্টে যেতে পারি।' এখনও তিনি বার কাউন্সিলের সদস্য ও সদস্যপদের কার্ড যে সযত্নে তাঁর কাছে রাখা রয়েছে, সে কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি