কলকাতা: বিজয়া সম্মিলনীর মঞ্চেও রেশন দুর্নীতি (Ration Scam)? স্বয়ং মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) মুখে শোনা গেল সে কথা। বললেন, '১ কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, ওতেই ভুয়ো ভোট পড়ত। আমি কিছু নিই নি, তাও আমরা চোর?' মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'আমি একটা মুখ খুলি? চাই না দেশের সম্মান নষ্ট হোক, তাই চুপ আছি।' তৃণমূলনেত্রীর কথায়, 'যারা আসলে চোর, তারা পুলিশের মুখে আটা ছুড়ছে।' সিঙ্গুর আন্দোলনের স্মৃতি টেনে মমতার আরও বক্তব্য, 'কোন লোকটা চাল পায় না?...সিঙ্গুরের আন্দোলন কবে শেষ হয়েছে, তাও তাঁরা এখনও চাল পান।'


আজ যা...
মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা জানেন, আমি মুখ্যমন্ত্রী। দেড় লক্ষ টাকা মাসে মাইনে পেতে মারি। সমস্ত সুবিধা পেতে পারি। গত ১১-১২ বছর ধরে সংসদ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে পেনশন পাওয়ার কথা। এক পয়সা নিইনি। সেই টাকা নিলেই তো আমার...আমি ৭ বারের সাংসদ..আমার ৪০-৫০ কোটি টাকা হতো। নিই না তো এক পয়সাও। কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো। তাও আমরা চোর? ' তাঁর মতে, যারা আসলে চোর তারা মুখে গোবর লেপে বসে রয়েছে। আর পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে। তৃণমূলনেত্রীর ব্যাখ্যা, 'আমরা ৩৪ বছরের ধারা বয়ে নিয়ে চলেছি। চাষিদের থেকে চাল কেনা হত না। আমাদের সরকারের এটা পরিষ্কার করতে গিয়ে ১০ বছর সময় লেগেছে।' এ প্রসঙ্গে ১ কোটি ভুয়ো রেশন কার্ডের অভিযোগও শোনা যায় মমতার কথায়। বলেন, 'ওই রেশন কার্ডে বামফ্রন্টের আমলে রেশন তোলা হত। প্রতিটি রেশন কার্ডে ভুয়ো নামে ভোট দেওয়া হত।' এই ভুয়ো কার্ড বাদ দিতে গিয়েই বহু বছর সময় লেগে গিয়েছে। তিনি যে ছদ্মবেশে স্কুটারে করে বেলপাহাড়ি গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখতে, সে কথাও জানান। তাঁদের দুর্দশা স্বচক্ষে দেখেন। তাঁর কথায়, 'আজ জঙ্গলমহলকে বেশি করে চাল দিই।' 


জ্যোতিপ্রিয় প্রসঙ্গে...
রেশন-দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ ৭ দিনের ইডি হেফাজত দিয়েছে আদালত। তাঁর হয়ে আগেই সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী। ইডি যখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি করছে, মমতা বলেছিলেন, 'জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব। নাম বলানোর জন্য অত্যাচার করছে কেন্দ্রীয় এজেন্সি।' পরে এক সাংবাদিক বৈঠকে ফের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "অবশ্যই তিনি সরকারি মন্ত্রী। আপনারা কি জানেন, ডিজিটাল রেশন কার্ডের জন্য কী কাজ করেছেন? কোন উপায়ে ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছেন? কৃষকদের থেকে ধান কেনার চেষ্টা করেছিলেন। মনে রাখবেন, সেটা সবুজ বিপ্লব।" আজ ভবানীপুর নির্বাচনী কেন্দ্রে কার্যত সেই সুরেই আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝাঁঝ চড়াতে শোনা গেল তাঁকে।